স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে ১৩৯ জনের প্রাণহানি

0
357

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের তিন জেলায় ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে এ পর্যন্ত ১৩৫ জনের মৃত্যুর খব পাওয়া গেছে। পাহাড় ধসে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে আবারো উদ্ধার অভিযান শুরু হয়েছে আজ বুধবার সকালে থেকে। এর আগে দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে ওইসব জায়গায় উদ্ধার কাজ বন্ধ করে দেয়া হয় মঙ্গলবার রাতে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকেই ভারী বৃষ্টির শুরু হয়। সোমবার রাত থেকে এই তিন জেলার বিভিন্ন পাহাড়ে ধস নামে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই মঙ্গলবার ভোর থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন।

এদিকে পাহাড়ি ঢলে মঙ্গলবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেখা দেয় ভয়াবহ বিপর্যয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here