স্লুইচ গেট ছাড়ো, এলাকা বাঁচাও-মৎস্য-কৃষি বাঁচাও দাবীতে দু’ঘের মালিকের বিরুদ্ধে মানববন্ধন

0
331

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় এলাকা বাঁচাও-কৃষক বাঁচাও ও বন্ধ স্লুইচ গেট ছেড়ে পোল্ডারে পানি উত্তোলনের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে গড়ইখালীর মিনহাজ বাজার সংলগ্ন এলাকার জমি ও ঘের মালিকরা প্রতিপক্ষ ঘের মালিক এমরান -সঞ্জীব গংদের বিরুদ্ধে এ মানববন্ধন করেণ। এ কর্মসূচিতে অংশ নিয়ে কানাখালীর জাহাঙ্গীর সরদার,খায়রুল মিস্ত্রী,আমিরুল সরদার,বকুল মন্ডল, কুমারেশ মন্ডল সহ অনেকেই জানান, ইমরান হেসেন-সঞ্জীব মন্ডল গংরা ওয়াপদার ভিতর -বাহিরে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের করে আসছিল। তাদের অভিযোগ আমদের সামান্য জমা-জমির হারীর টাকা না দিয়ে বছরের পর বছর ধলে পেশিশক্তিতে কলা কৌশলে ঘের করত। কিন্ত জমি মালিকরা এ মৌসুমে তাদের সম্পত্তি আলাদা করে পৃথক ভাবে চিংড়ী ঘের করছেন। এ কারনে ইমরান-সঞ্জীবরা ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষের অর্থে তৈরী করা স্লুইচ গেট ও পানি সরবরাহের বহুকালের ক্যানেল বন্ধ করলে পোল্ডার অভ্যন্তরে পানি না উঠায় প্রায় আড়াই হাজার একর সম্পতি মরুভূমিতে পরিনত হয়েছে। মোস্তফা সানা,মাজেদ সানা,ওয়াজেদ সানা,শিক্ষক সুব্রত মন্ডল, বাচ্চু গাজীর অভিযোগ জাহাঙ্গীর বকুল – ইমরান গংদের মধ্যে জমির বিরোধ ও দ্বন্ধের জেরে পানি উত্তোলন বন্ধ এর ফলে এলাকার অর্থনীতি ধ্বংসের পথে,চিংড়ি চাষ ও কৃষি হুমকির মুখে পড়েছে। ঘটনায় ইমরান গংদের প্রতি ইঙ্গিত করে তাঁরা উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করে দ্রুত বন্ধ ক্যানেল ও গেট ছেড়ে দিয়ে সংকট সমাধানের দাবী করেছেন। ইতোপুর্বে শালিশী সভায় ঘের মালিক ইমরান -সঞ্জীব রায় বলেন, ডিড ও নিজস্ব জমি দিয়ে পানি সরানোর ক্যানেল ও ব্যক্তি আর্থায়নে গেট তৈরী করা হয়। তাদের অভিযোগ প্রতিপক্ষ জাহাঙ্গীর-বকুল গংরা ঘের থেকে ডিডকৃতও রেকর্ডীয় জমি জোর করে বেঁধে নিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা বহুপথ গড়িয়েছে বলে তাঁরা দাবী করেন। জানাগেছে চলতি মৌসিমে চিংড়ি ঘেরের বিরোধপুর্ন সম্পত্তি নিয়ে দু পক্ষের ঘের মালিক জাহাঙ্গীর -বকুল গং ও ইমরান -সঞ্জীব গংরা একে অপরের বিরুদ্ধে পাল্টা-পাল্টি দখল অভিযোগ তুলে থানা,পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। এ নিয়ে থানায় কয়েক দফা শালিশী সভা হলেও কোন সমাধানে পৌছানো সম্ভব হয়নি বলে এলাকাবাসী জানিয়েছেন। সর্বশেষ শনিবার সকালে এ ঘটনার তদন্তকালে অতিঃ পুলিশ সুপার সজীব খান দু’পক্ষকে শান্তিপুর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশনা দিয়ে বলেন, জায়গা-জমি ও স্বত্তের বিষয় আদালতের এখতিয়ার। এখানে পুলিশের কোন হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করে দু’পক্ষকে ধৈর্য্য ধরার পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here