হত্যা মামলায় সব আসামিদের অব্যহতি দেয়ার প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন

0
546

নিজস্ব প্রবেদক : বাঘারপাড়ার হত্যা মামলা থেকে পুলিশ সব আসামিকে বাদ দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। এ ঘটনায় হত্যা মামলার বাদি জুয়েল খান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলনে পুণ তদন্তের দাবি জানিয়েছেন। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মৃত. আমজাদ আলীর ছেলে জুয়েল খান জানান, ২০১৪ সালে ২২ নভেম্বর গভীর রাতে একই গ্রামের ইসমাইল খানের বাড়িতে ডাকাতি হচ্ছে জানতে পেরে তিনি তার ভাই আওয়াল খানসহ এলাকাবাসী ছুটে যান। এসময় সন্ত্রাসী আবু হাসান, মোস্তফাসহ কয়েকজন সন্ত্রাসী ইসমাইল খানের বাড়ি থেকে বের হয়ে আসে এবং আওয়ালকে লক্ষ্য করে মোস্তফা বোমা হামলা চালায়। হামলায় তার ভাই আওয়াল গুরুতর জখম হলে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ডাক্তার তখন জানিয়েছিল। নিহতের ভাই জুয়েল খান ২০১৬ সালের ২০ অক্টোবর আবু হাসান, রুহুল খান, তৌহিদ শেখ, সিদ্দিক, ইব্রাহিম, মোস্তফা, নুর ইসলাম, বাবলু, ছাত্তারের নামে আদালতে পিটিশন মামলা দায়ের করেন। আদালতে নির্দেশে বাঘারপাড়া থানা পুলিশ ওই বছরের ২৭ ডিসেম্বর হত্যা মামলা রেকর্ড করে। পরবর্তী ওই মামলার তদন্তকারী অফিসার বাঘারপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) ছয়রুদ্দিন বাদি বা স্বাক্ষীদের কোন প্রকার আলোচনা করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে সকল আসামিকে অব্যহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সুষ্ঠুভাবে তদন্ত করে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে জুয়েল খান ছাড়াও নিহতের বোন পান্না খান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here