হরিণাকুন্ডুতে পানি উন্নয়ন বোর্ডের খালের গাছ কেটে বিক্রি করল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

0
455

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়ভাদড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের জিকে সেচ খালের পাড়ের গাছ বেআইনীভাবে কেটে বিক্রি করে দিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান মোল্লা। বুধবার ও বৃহস্পতিবার হরিণাকুন্ডু উপজেলার বড়ভাদড়া গ্রামের খালের প্রায় ২৫ টি তরতাজা ইপিলইপিল গাছ কেটে বিক্রি করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে গিয়ে কিছু গাছ কাটতে দেখা যায়। বিক্রি করা গাছ নসিমন বোঝায় করে নিয়ে যাওয়া হচ্ছে। সকালে গাছকাটা শ্রমিক শরিফুল বলেন, আমরা শ্রমিক। আমাদের ডেকে আনা হয়েছে গাছগুলো কাটার জন্য। মশিউর রহমান মোল্লা গাছকাটার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত মশিউর রহমান মোল্লা বলেন, কৃষককের ক্ষেতের ক্ষতি হচ্ছে বলে গাছগুলো কেটে নিচ্ছি। কৃষকরা অভিযোগ করেছিল তাই আমি গাছগুলো কাটছি। এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন বলেন, গাছকাটার বিষয়ে আমরা কিছুই জানি না। বেআইনী ভাবে গাছ কাটা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here