১৪ উপজেলায় ভোট চলছে

0
452

নিজস্ব প্রতিবেদক : ৭ বিভাগের মোট ১৪ উপজেলায় আজ সোমবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৩ উপজেলায় পুরো নির্বাচন ও ১১ উপজেলায় উপনির্বাচন হচ্ছে। এছাড়া ৪ পৌরসভাতেও উপনির্বাচন হচ্ছে।

সোমবার সকাল ৮টা থেকে এসব উপজেলা ও পৌরসভার নির্দিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পুরো নির্বাচন হচ্ছে সেই তিন উপজেলা হলো, সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর।

উপনির্বাচনের ১১ উপজেলার মধ্যে রয়েছে, বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজনগর ও কিশোরগঞ্জের হোসেনপুরে চেয়ারম্যান পদে। এছাড়া নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে ও পাবনার ঈশ্বরদীতে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে।

এদিকে ৪ পৌরসভায় উপনির্বাচন হচ্ছে। সেগুলো হচ্ছে, পটুয়াখালীর গলাচিপায় মেয়র পদে, টাঙ্গাইলের সখীপুরের ২নং সাধারণ ওয়ার্ড, রাজশাহীর আড়ানি পৌরসভার ১নং ওয়ার্ড ও শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here