১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড যশোরে

0
358

নিজস্ব প্রতিবেদক :
যশোরে শুক্রবার সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। ভোর থেকে বৃষ্টি শুরু হয়। সকাল ১০টার দিকে রোদ ঝলমলে আলো কিছুটা সময় থাকলেও দুপুর ১টার পর থেকে ফের ঝিরঝির বৃষ্টি হতে থাকে।

এই বৃষ্টির ফলে তাপমাত্রা হ্রাস না পেলেও বৃষ্টিপাত শেষ হলে শৈত্যপ্রবাহের সৃষ্টি হতে পারে বলে যশোর ম্যাট অফিস সূত্রে জানা গেছে।

যশোরে বিমান বাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস থেকে জানা গেছে, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকালে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা তেমন হ্রাস পায়নি। তবে বৃষ্টি ও বাতাসের কারণে শীতের তীব্রতা শুক্রবার রাতে বাড়তে পারে বলে আভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

শুক্রবার একে তো সপ্তাহিক ছুটির দিন, তার ওপর ভোর থেকে বৃষ্টি। সে কারণে অলস সময় কাটিয়েছে শহরের মানুষ। শহরে খুব বেশি মানুষ চলাচল করেনি। শীতের দিনে অস্বস্তিকর বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।