২য় পদ্মাসেতু নির্মাণে জন্য যাচাই-বাছাই কাজ শুরু হবে-স্বপন ভট্টাচার্য্য

0
620

নিজস্ব প্রতিবেদক : এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন,আগামী বছর থেকে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের জন্য যাচাই-বাছাইয়ের কাজ শুরু হতে যাচ্ছে। মাওয়া পদ্মাসেতু নির্মাণকাজ শেষ হলে পাটুরিয়া-
দৌলতদিয়া দ্বিতীয় পদ্মাসেতুর কাজ শুরু হবে। দেশের গণতন্ত্র, অগ্রগতি, উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোখ করার মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনা আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সাথে পালন করতে আমার
শেষ রক্ত বিন্দু দিয়ে চেষ্টা করব। শুক্রবার বিকালে গাজীপুরের শ্যামীলীর রিসোর্ট সেন্টারে ঢাকা ও গাজীপুরস্থ বৃহত্তর যশোর (মাগুরা,নড়াইল, ঝিদাইদহ) কল্যাণ সমিতির আয়োজনে যশোরবাসীর মিলনমেলা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি বিএসটিআই’র সাবেক মহাপরিচালক সাইফুল হাসিবের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে
বলেন, দেশের অন্যতম বৃহত্তম জেলা যশোরসহ খুলনা অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য প্রায় সকল সড়কের নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। যশোর,মাগুরা, খুলনা, ঝিনাইদাহসহ সকল জেলার রাস্তা, কালভার্ট ব্রিজ নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে কার্যকারি পদক্ষেপ গ্রহণ করা হবে। এর ফলে এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সমিতির সম্পাদক গোলাম হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রীর সহধর্মিনী তন্দ্রা ভট্টাচার্য্য,গাজীপুররের জেলা
প্রশাসক হুমায়ন খালিদ,বারডেম হাসপাতালের অধ্যাপক ডা: আব্দুর রশিদ, সোহরাওয়ার্দী হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডাঃ ফাতেমা
আশরাফ, মালয়েশিয়াস্থ যশোর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলী
হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি গাজীপুরের
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম খান, পুলিশ

কর্মকর্তা জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য
আলমগীর হোসেন তুষার, মনোয়ার হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় চিকিৎসা ক্ষেতে অবদানের জন্য ডা: এমদাদুল, মুক্তিযুদ্ধে
লে.কর্ণেল জালাল উউদ্দীন (বীর উত্তম), রত্মগর্ভা মা হিসেবে আর্জিনা
বেগম, শাহিতা সুলতানা ও সামাজিক উন্নয়নে স্বীকৃতিস্বরুপ
ব্যবসায়ী আলী হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এর আগে দুপুর ১২ টার দিকে সমিতির সদস্য ও তাদের পরিবার পরিজনদের
নিয়ে সেখানে উপস্থিত হন।এসময় সমিতির সদস্য ও তাদের সন্তানরা
সমিতির নেয়া বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেন। প্রতিমন্ত্রী
স্বপন ভট্টাচার্য্য ও তার সহধর্মীনি তন্দ্রা ভট্টাচার্য্য দুপুরের আগেই
সেখানে উপস্থিত হয়ে সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করেন ও
সন্ধ্যা পর্যন্ত আলোচনা সভা পুরস্কার বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে
অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here