২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি দেখে নিন

0
246

অনলাইন ডেস্ক : আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। সেটিকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। এবার সরাসরি মূল পর্বে অংশ নেবে বাংলাদেশ।

স্বাগতিক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে সিডনিতে মূল পর্ব শুরু হবে আগামী ২২ অক্টোবর। সুপার টুয়েলভে গ্রুপ-২ তে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। দু’টি সেমিফাইনাল সিডনি এবং অ্যাডিলেডে ৯ ও ১০ নভেম্বর। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।

আর প্রথম রাউন্ড শুরু হবে ১৬ অক্টোবর থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। অস্ট্রেলিয়ার মোট সাতটি ভেন্যুতে গড়াবে এবারের বিশ্বকাপ আসর।

বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সুপার টুয়েলভের গ্রুপ-২ তে। সেখানে মাহমুদউল্লাহ রিয়াদের দল প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে। গ্রুপের বাকি দুটি দল প্রথম রাউন্ড থেকে কোয়ালিফাই করে আসবে। গ্রুপ-১ গড়া হয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানকে নিয়ে। তাদের সঙ্গে যোগ দেবে প্রথম রাউন্ড থেকে আরও দুটি দল।

এক নজরে বাংলাদেশের খেলার সময়সূচি

২৪ অক্টোবর- প্রতিপক্ষ প্রথম রাউন্ড গ্রুপ-এ রানার্সআপ- হোবার্ট
২৭ অক্টোবর- প্রতিপক্ষ বনাম দক্ষিণ আফ্রিকা- সিডনি
৩০ অক্টোবর- প্রতিপক্ষ প্রথম রাউন্ড গ্রুপ-বি চ্যাম্পিয়ন- ব্রিসবেন
২ নভেম্বর- প্রতিপক্ষ ভারত- অ্যাডিলেড
৬ নভেম্বর- প্রতিপক্ষ পাকিস্তান- অ্যাডিলেড