‘২০৪১ সালের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে’

0
141

যশোরে খুলনা বিভাগের নবাগত কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:খুলনা বিভাগের নবাগত কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরীর সাথে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা আজ (মঙ্গলবার) যশোর কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০৪১ সালের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এজন্য সরকার গণতন্ত্র, সুশাসন, বিকেন্দ্রীকরণ ও সক্ষমতার চারটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, এসব লক্ষ্যমাত্রা অর্জন তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পদ্মা সেতু বড়ধরনের ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাসদের কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ নাজমা খানম, সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ, আরআরএফের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধচলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গমেজ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি হারুন অর রশীদ ও সম্পাদক সাজেদ রহমানসহ বিভিন্ন সরকারি বেসরকারি সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এর আগে বিভাগীয় কমিশনার কালেক্টরেট পুকুরে মাছের পোণা অবমুক্ত করেন। পরে তিনি যশোর কালেক্টরেট স্কুলের কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেন। তিনি পাঠদান, উপস্থিতি, ভালো ফলাফলসহ নানা কার্যক্রমে পারদর্শিতার জন্য ৫০ জন শিক্ষার্থীর মধ্যে দুই লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়।