২১ আগষ্ঠ গ্রেনেড হামলায় আহত হয়ে মৃত্যু পাইকগাছার রুহুল আমীনের পরিবার ঘর পেয়ে পুনর্বাসন হচ্ছে : দু’ছেলের দাবী সরকারী চাকরি

0
291

পাইকগাছা প্রতিনিধি : ২১ আগষ্ঠ গ্রেনেড হামলায় আহত হয়ে মৃত্যুবরণকারী পাইকগাছার আ’লীগ কর্মী শেখ রুহুল আমীনের পরিবারকে সরকারী ভাবে ঘর বরাদ্দ দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে। রুহুল আমিনের দু’ছেলে সরকারের কাছে যোগ্যতানুযায়ী সরকারী চাকরির দাবী জানিয়েছেন।
সংশ্লিষ্ঠ সুত্রে মতে, ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আ’লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় বিএনপি-জামাত জোট সরকারের মদদে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে ২৪ নেতা-কর্মী সহ আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি নারী নেত্রী আইভি রহমানের মৃতু হয়। আহত হয় বহু মানুষ। সে দিনের জনসভায় পাইকগাছার চাঁদখালী ইউপির চক চাঁদমুখি গ্রামের আ’লীগ কর্মী শেখ রুহুল আমীনও আহত হলেও তাঁর পরিবার দাবী করেছেন সেদিন বিএনপি-জামাত জোটের ভয় ও মামলার ভয়ে এ ঘটনাটি আলোচনায় উঠেনি। প্রয়াত রুহুল আমিনের বড় ছেলে বর্তমানে পাইকগাছার সোস্যাল ইসলামী বাংকের অফিস সহকারী মনিরুজ্জামান এ প্রতিনিধিকে জানান, গ্রেনেডের স্পিন্টারে আঘাত প্রাপ্ত বাবা রুহুল আমীনের বাম পায়ে পচন ধরে অনুপায় হয়ে চিকিৎসার পিছনে বিলের ও ডাঙ্গা জমি, গাছপালা বিক্রি করে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে রুহুল আমিন ২০১৩ সালের ৭ মার্চ মৃত্যু বরন করেন। তাঁর পরিবার বলছেন, এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অর্থ সহয়তা স্বরুপ ৫ লাখ টাকার অনুদান মেলে। ইতোমধ্যে রুহুল আমীনের ছোট ছেলে কুষ্টিয়ার বে-সরকারী পদ্মা অয়েল কোম্পানিতে কর্মরত শেখ মহসীন প্রধানমন্ত্রীর দপ্তরে পুনর্বাসনের জন্য সরকারী ভাবে ঘর প্রাপ্তির আবেদন করলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। আবেদনের বিষয়ে ইউএনও জুলিয়া সুকায়না ও এসিল্যান্ড মোঃ আব্দুল আউয়াল প্রয়াত রুহুল আমিনের পরিবারের জন্য পৌর সদরে সরকারী জমিতে ঘর বরাদ্দের ফাইল সংশ্লিষ্ঠ দপ্তরে প্রেরনের কথা স্বীকার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে, তাঁর বড় ছেলে মনিরুজ্জামান যোগ্যতানুযায়ী দু’ভাইয়ের সরকারী চাকরির দাবী করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here