২৮ জুলাই থেকে ‘টিকটকের মতো’ হয়ে যাবে ফেসবুক

0
234

ম্যাগপাই নিউজ ডেস্ক : শিগগিরই ফেসবুকে বেশ বড়সড় পরিবর্তন দেখা যাবে। বলা যেতে পারে, মেটার শীর্ষ সামাজিক যোগাযোগের মাধ্যমটি সাজছে টিকটকের আদলে! টিকটক অ্যাপে যেভাবে পরপর ভিডিও দেখা যায়, ফেসবুকেও সোয়াইপ করার অপশনটি যোগ হবে। আগামী বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকেই ফেসবুক অ্যাপের হোমপেজ টিকটকের মতো দেখতে হবে। সেখানে পরপর ভার্টিকাল পাবলিক ভিডিও আসতে থাকবে।

এছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে ফেসবুকে। শুধু তাই নয়, রিলস, টিকটকের মতো ভিডিও ও স্টোরিজ সব কিছুই ফেসবুক অ্যাপের হোম স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন গ্রাহকরা।

জানা গেছে, অ্যাপ হোম স্ক্রিনে নিউ স্ট্রিম ট্যাব পাবেন। এছাড়াও গ্রাহক যে বিভাগ বেশি ব্যবহার করেন সেই বিভাগের শর্টকাট নিজে থেকেই অ্যাপে যুক্ত হবে। এছাড়াও অ্যাপের প্রধান ফিডকে আর নিউজ ফিড বলা হবে না।

এদিকে বিশ্বজুড়ে টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। যার প্রভাব পড়ছে অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ওপর। প্রায় সব সাইটই তাদের গ্রাহক হারিয়েছে টিকটকের জনপ্রিয়তার কারণে। তাই প্রযুক্তি বিশ্বে টিকে থাকতেই একগুচ্ছ বদল আনছে ফেসবুক।