৩০ লাখ শহীদের স্মরণে ২১ লাখ গাছ লাগানোর দাবি জাগরণী চক্রের

0
513

যশোর প্রতিনিধি : সরকারের নেওয়া ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে ৩০ লাখ বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচি সফল করার লক্ষে দেশের ৩৪ জেলায় ২১ লাখ ৩ হাজার ৩৮২টি চারা রোপণের দাবি করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আজাদুল কবীর আরজু।
নির্বাহী পরিচালক বলেন, ‘ সরকারের নেওয়া ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে ৩০ লাখ বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচি গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে ৩৪ জেলায় ২১ লাখ ৩ হাজার ৩৮২টি চারা রোপণ করেছি। আম, জাম, কাঁঠাল, লিচু, নারিকেলসহ ফলদ গাছ লাগানোর ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি। তিনি আরও বলেন, ‘দেশের পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে আমাদের এ উদ্যোগ কাজে দেবে। একইসঙ্গে অতিদরিদ্র পরিবারগুলোর পুষ্টি চাহিদা মিটবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপনির্বাহী পরিচালক অদিতি আরজু, পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজ ও পরিচালক (মাইক্রো ফিন্যান্স) আজিজুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here