৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

0
403

নিজস্ব প্রতিবেদক : ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ২৮৬ জন। ফলাফল কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd পাওয়া যাচ্ছে।

এছাড়া টেলিটকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এক্ষেত্রে PSC 38 Registration Number Send to ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রসঙ্গত, বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। তবে এবারের বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে সুযোগ পাবেন ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা। প্রশাসন ক্যাডারে যুক্ত হবেন ৩০০ জন, পুলিশ ক্যাডারের ১০০ জন। এছাড়াও সাধারণ ক্যাডারে ৫২০ জন, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯ জন এবং শিক্ষা ক্যাডারে যাবেন ৯৫৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here