ইসলামকাটি ইউনিয়নে কর্মসূজন কর্মসূচী প্রকল্পের অনিয়মের অভিযোগ

0
421

মো. রিপন হোসাইন,পাটকেলঘাটা : বর্তমান সরকার দেশের দারিদ্রতা দুরীকরনের লক্ষে অতিদরিদ্র শ্রমজীবি মানুষের আর্থিক সহায়তা প্রদানের কর্মসূজন কর্মসুচী প্রকল্প চালু করে । এর ফলে একদিকে যেমন গ্রামীন কাঁচারাস্তা সংস্কার হয় পাশাপাশি অতিদরিদ্রদের আর্থিক সুবিধা সৃষ্টি হয়। তালা উপজেলায় ইসলামকাটি ইউনিয়নে ২নং ওয়ার্ড মেম্বরের বিরুদ্ধে অতিদরিদ্রদের আর্থিক সহায়তা কর্মসূজন কর্মসূচী প্রকল্পের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২৪ জানুয়ারী ঐ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বারাত মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের সামনে গ্রামীন কাঁচারাস্তা সংস্কারের জন্য মেম্বর রফিকুল ইসলামের দেয়া তালিকা অনুযায়ী ২৩জন শ্রমিক নিয়ে কাজ করার কথা । নিয়মানুযায়ী প্রতিজন শ্রমিক ২’শ টাকা হারে সকাল ৮টা থেকে দুপুর২টা পর্যন্ত ৬ ঘন্টা কাজ করার নিয়ম । ইউপি সদস্যর দেয়া তালিকায় অনুযায়ী ২৩ জনের নাম উল্লেখ থাকলেও বেলা সাড়ে ১১টায় দিকে সরেজমিনে গিয়ে মাত্র ১৭জন শ্রমিককে রাস্তা সংস্কারের কাজ করতে দেখা গেছে । শ্রমিক আব্দুল গফুর,ইসহাক মোড়ল,আতিয়ার দপ্তরী,আফজাল গাজী ও মিন্টু গাজীসহ ৭ জন অনুপস্থিত । এসময় রাস্তার পাশে স্থানীয় বাসিন্দা প্রবীর পাল, শ্রমিক সরদার মুক্তার আলি,শ্রমিক মহাতাব শেখ, যদুনাথ দাশ ও মাসুমা বেগমসহ কর্মরত সকল শ্রমিক জানালেন প্রতিদিন ৬/৭জন শ্রমিক অনুপ্রস্থিত থাকলেও মেম্বর তাদের হাজিরা তুলে দিয়ে টাকা আর্থসাৎ করে আসছেন। এ বিষয়ে মেম্বর রফিকুল ইসলামের কাছে অনিয়মের কথা জানতে চাইলে তিনি বোরা ধানের চারা রোপনের সময় বলে শ্রমিকরা কাজে আসছে না এবং তিনি আরো এই সপ্তাহে কিছু শ্রমিক অনুপস্থিত থাকছে বলে জানান। ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন’র কাছে কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি ইউএনও সাহেবের সামনে আছেন বলে প্রথম দফায় এড়িয়ে যান। ২য় বার বিকাল সাড়ে ৪টায় আবারো জানতে চাইলে তিনি খেশরায় এক মৃত ব্যাক্তি সৎকারে যাচ্ছেন বলে এড়িয়ে যান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মো: মাহাফুজুর রহমান এর কাছে জানতে চাইলে কোন অনিয়ম প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে এ প্রতিনিধিকে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here