কিমকে নিয়ে নতুন করে যা বললেন ট্রাম্প

0
484

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথার যুদ্ধ শুরু থেকেই। একে অন্যকে নিয়ে কটু মন্তব্য করতেও ছাড়েননি। তবে সবই হয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে। আর এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন উন। সম্মতি দিয়েছেন পারস্পরিক বৈঠকের। আর এতেই বরফ গলতে শুরু করেছে দুই নেতার মধ্যকার সম্পর্কের। এই প্রথমবারের মতো কিমের প্রশংসা করেছেন ট্রাম্প। তা আবার নিজে টুইট করে।

মঙ্গলবার টুইটার বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছি এবং সেটা খুব শিগগিরই হবে। আমাদেরকে সরাসরি বলা হয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব বৈঠকে বসতে চায়। আমাদের অনেক ভালো আলোচনা হয়েছে। আমরা যা দেখছি তার ওপর ভিত্তি করে আমি মনে করি, কিম জং উনের সত্যিকারার্থে অনেক খোলা মনের এবং অনেক সম্মানের যোগ্য।’

এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, আলোচনা সফল না হলে তিনি উনের সঙ্গে বৈঠক থেকে বের হয়ে আসবেন।

গত বছর একাধিক টুইটে কিমকে খোঁচা দিয়ে ট্রাম্প ‘রকেটম্যান’ বলেছিলেন। এর জবাবে উত্তর কোরিয়াও ট্রাম্পকে ‘বৃদ্ধ অথর্ব’ বলে খোঁচা দিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here