তালার দরিদ্র রোগীকে জেলা প্রশাসকের সহায়তা প্রদান

0
400

বি. এম. জুলফিকার রায়হান, উপজেলার মাগুরা বারুইপাড়া গ্রামের কৃষক বলাই মূখার্জীকে চিকিৎসার জন্য এবার আর্থিক সহায়তা দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড-৫ এর সদস্যা মাহফুজা সুলতানা রুবি’র সার্বিক প্রচেষ্টায় সাতক্ষীরা জেলা প্রশাসক হত দরিদ্র কৃষক বলাই মূখার্জীকে ৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেন।

এর আগে সাতক্ষীরা জেলা পরিষদ থেকে পরিষদের সদস্যা মাহফুজা সুলতানা রুবি বলাই মূখার্জীকে চিকিৎসার জন্য ১০ টাকা প্রদান করেছিলেন। এছাড়া, তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হালিম টুটুল এর উদ্যোগে স্থানীয়রা অসুস্থ্য ব্যক্তিকে আর্থিক সহযোগীতা প্রদান করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসকের দেয়া চিকিৎসা সহায়তা বাবদ ৫ হাজার টাকার চেক সোমবার রাতে মাগুরা বাজারে অবস্থিত আব্দুল হালিম টুটুল এর অফিস কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বলাই মূখার্জীর স্ত্রী তপতী মূখার্জীর হাতে তুলে দেয়া হয়।

এসময় আওয়ামীলীগ নেতা পি.এম. গোলাম মোস্তফা, শেখ আব্দুল হালিম টুটুল, শিক্ষক অজয় কুমার দাস, বিকাশ দাস, যোগেশ চন্দ্র দাস, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, ইউপি সদস্য আব্দার হোসেন, আওয়ামীলীগ নেতা অলোক বসু, আব্দুল আলীম নিটোল, শেখ আরিফুল ইসলাম জিকো, আছাদুল মোড়ল, সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দরিদ্র কৃষক বলাই মূখার্জী দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভূগছিলেন। তাঁর আশু উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটের কারনে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহনে ব্যার্থ হচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here