অনলাইন নিউজ পোর্টালের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো গঠনেরও উদ্যোগ ও নবম ওয়েজ বোর্ড গঠনে প্রধানমন্ত্রী আন্তরিক, : তথ্যমন্ত্রী

0
448

নিজস্ব প্রতিবেদক : ‘বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুতথ্য মন্ত্রণালয় ওয়েজ বোর্ড গঠনের বিরুদ্ধে নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য মন্ত্রণালয় আন্তরিক।’ রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অধিদফতর আয়োজিত ‘বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা ২০১৩ সালে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করেছিলাম। ওই ওয়েজ বোর্ডের বয়স ৫ বছর পূর্ণ হওয়ার আগেই সরকার নবম ওয়েজ বোর্ড ঘোষণা করবে এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। নবম ওয়েজ বোর্ড গঠনে সরকার ধৈর্য ধরে পত্রিকার মালিক পক্ষের প্রতিনিধির নামের জন্য অপেক্ষা করছে।’

নবম ওয়েজ বোর্ড শুধু সংবাদপত্র ও সংবাদ সংস্থার জন্য হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তবে তথ্য মন্ত্রণালয় থেকে ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় সবার কাছ থেকে উন্মুক্ত পরামর্শ আহ্বান করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here