এখনো ধসের শঙ্কা কাটেনি, সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের

0
381

বান্দরবান প্রতিনিধি: পাহাড়ে ভূমি ধসের শঙ্কা এখনো কাটেনি। তাই ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে অভিযান শুরু করেছে বান্দরবানের জেলা প্রশাসন।

শনিবার সকালে শহরের কালাঘাটা, বড়ুয়ার টেক, ফেন্সিঘোনা, রাণীর চর, গজনিয়া পাড়াসহ বিভিন্ন দুর্গম এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়া হয়েছে। এর বাইরে আরো কিছু দুর্গম এলাকার ঝুঁকিপুর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী জেলা কমিশনার আলী নুর। আরো উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ প্রমুখ।

অভিযানের প্রথম দিনে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করার পাশাপাশি আশপাশের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশ প্রদান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কেউ নিরাপদ আশ্রয়ে সরে না গেলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার আলী নুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here