মণিরামপুরে ম্যাগনেটের খোঁজে পাকা সড়ক সুড়ঙ্গ: ঝুঁকিপূর্ণ যানচলাচল

0
802

উত্তম চক্রবর্ত্তী, মণিরামপুর (যশোর):ভারী যানবাহন চলাচলকারী মণিরামপুর হইতে নওয়াপাড়া পীচের পাকা সড়কের নীচে একশ’ গজের ব্যবধানে দুইটি সুড়ঙ্গ করা হয়েছে। সচেতন মহলসহ স্থানীয়দের ধারনা ব্রিটিশ শাসনামলের সীমানা পিলারের পিন (ম্যাগনেট) খুঁজতে চোরাকারবারিরা মাটি খুড়ে এই সুড়ঙ্গ করেছে। এর ফলে ওই সড়কের উপর সব ধরনের যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
গতকাল বুধবার সরেজমিন মহাদেবপুর গ্রামের পাশে হোগলাডাঙ্গা এলাকার একটি ইটভাটা লাগোয়া একশ’ গজের মধ্যে ওই সড়কের নীচে মাটি খূঁড়ে দুইটি সুড়ঙ্গ করা হয়েছে। মাটি খূঁড়তে ধারালো এবং মজবুত কিছু ব্যবহার করা হয়েছে। সড়কের নীচে এই সুড়ঙ্গ দিয়ে এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে সহজেই বের হওয়া যাচ্ছে। যেখানে সুড়ঙ্গ বানানো হয়েছে, সেই জায়গাটি বেশ নির্জন। আশে-পাশে মাত্র একটি বাড়ি ছাড়া কোন বসতি নেই। এসময় ওই বাড়ির কর্তা শাহাজাহান জানান, তিনি ও তার স্ত্রী খাদিজা বেগম গত বৃহস্পতিবার রাত তিন টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে দুইজন মুখোশধারি লোক তাদের বাইরে আসতে নিষেধ করেন-এমনকি তারা বাইরে থেকে ছিটকানি লাগিয়ে দেয়। এতে স্থানীয়দের ধারনা চোরাকারবারিরা সীমানা পিলারের পিন (ম্যাগনেট) খুঁজতে এই সুড়ঙ্গ বানিয়েছে। ওই সড়কে শ্রমিকবাহী বাসসহ অসংখ্য মাটিবাহি ট্রাক, যাত্রীবাহি ট্রেকারসহ বিভিন্ন ধরনের যান চলাচল করে থাকে। সুড়ঙ্গের কারনে ওই সড়কের উপর সব ধরনের যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে মনে করছেন সচেতনমহল। উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান জানান, যদি এমন ধরনের ঘটনা ঘটে থাকে, অবশ্যই সড়কে যানচলাচল ঝুঁকিপূর্ণ হবে। এ ব্যাপারে পৌর এলাকার একাধিক সূত্র জানায়, সীমানা পিলার (ম্যাগনেট) চক্রের একাধিক সদস্যকে সম্প্রতি পৌর শহরের বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতে লক্ষ্য করা গেছে। এদিকে এমন সুড়ঙ্গের কথা জানতে পেরে প্রতিদিন অসংখ্য উৎসুক জনতা সেখানে ভীড় জমাচ্ছে দৃশ্যটি দেখার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here