যশোরে পুলিশের হাতে ইয়াবা ও গাঁজা উদ্ধার ॥ গ্রেফতার-৯

0
435

বিশেষ প্রতিনিধি: গত ৩৬ ঘন্টা ব্যবধানে কোতয়ালি মডেল থানা,চাঁচড়া ফাঁড়ি,সদর পুলিশ ফাঁড়ী ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৯ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার রামনগর পিকনিক কর্ণারের পাশে লুৎফর রহমান গাজীর ছেলে রমজান,উপশহর বি ব্লব বাসা নং ১২৫ এর জিয়াউদ্দিনের ছেলে শাহাবাজ হোসেন,সদর উপজেলার বিরামপুর রাম মন্দিরের পাশের মৃত মনা লাল সাহার ছেলে পংকর কুমার সাহা, ঘোপ জেলরোড বেলতলা পলিটেকনিক রোডস্থ মৃত আসাদুল্লাহ দেওয়ান ওরফে বাবরের ছেলে সাব্বিরুল্লা দেওয়ান ওরফে সাব্বির,শহরের বারান্দীপাড়া বউ বাজারের নুর ইসলামের ছেলে হৃদয় হোসেন ওরফে তুহিন,মোল্যাপাড়া আমতলার মৃত ইজাজুল হক খন্দকারের ছেলে মামুন খন্দকার, বারান্দীপাড়া লিচুতলার সামসুল ইসলামের ছেলে রবিউল ইসলাম,একই এলাকার জিন্নাত আলীর ছেলে আব্দুল্লাহ ওরফে অপু ও সদর উপজেলার চাঁনপাড়ার পশ্চিম পাড়ার রিজাউল হোসেনের ছেলে রব্বি হোসেন।
কোতয়ালি মডেল থানর এসআই আসাদুজ্জামানসহ একদল পুলিশ শনিবার সকালে শহরের মুজিব সড়কের শ্রী দূর্গা আবাসিক হোটেলের সামনে থেকে রমজানকে ২শ’ পিস ইয়াবা,উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শরীফ উদ্দিনসহ একদল পুলিশ শনিবার রাত সাড়ে ৯ টায় উপশহর পার্কের প্রধান ফটকের সামনে থেকে শাহাবাজ হোসেনকে ৬০পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এসআই বাবুন চন্দ্র বিশ্বাস শনিবার রাত ৯ টা ৫৫ মিনিটের সময় বিরামপুর শিলা রায় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে পংকজ কুমার সাহাকে ৫১পিস ইয়াবা,উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদারসহ একদল পুলিশ শুক্রবার রাত সাড়ে ৯ টায় ঘোপ পলিটেকনিক কলেজের সামনে থেকে সাব্বিরুল্লাহ দেওয়ান ওরফে সাব্বিরকে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী সদর উপজেলার শেখহাটির নাজির হোসেনের ছেলে টিপু পালিয়ে যায়। সাব্বিরের কাছ থেকে ৬০ পিস ইয়াবা,চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ শুক্রবার রাত পৌনে ১২ টায় চাঁচড়া ডালমিনের আকমালের দোকানের সামনে থেকে হৃদয় হোসেন ওরফে তুহিনকে ৫৫পিস ইয়াবা,সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিকেল সাড়ে ৪ টায় বারান্দী মোল্যাপাড়া শান্তি শৃঙ্খলা কমিটির ইউনিট অফিসের সামনে থেকে মামুন খন্দকারকে ২১পিস ইয়াবা,কোতয়ালি থানার এসআই শেখ হাবিবুর রহমান শুক্রবার বিকেল পৌনে ৬ টায় বারান্দীপাড়া মোল্যাপাড়া থেকে রবিউল ইসলাম ও আব্দুল্লাহ ওরফে অপুকে ১শ’ গ্রাম গাঁজা ও কোতয়ালি থানার এএসআই মুন্সী আবু জাফর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় শহরের রেলরোড জনি কাবাব হোটেলের সামনে থেকে রাব্বিকে ৫২ গ্রাম গাঁজাসহ গ্রেফকার করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here