যশোর শহরে কাস্টমস গোডাউনে চুরির অভিযোগে গ্রেফতারকৃত ৫ শ্রমিক রিমান্ডে

0
440

বিশেষ প্রতিনিধি : কাস্টমস গোডাউনে চুরির ঘটনায় পাঁচ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে। গতকাল সোমবার বিকেলে তাদের রিমান্ড মঞ্জুর হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে কোতয়ালি থানা হেফাজতে নেন। এরা হচ্ছে, যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার মৃত মোফাজ্জেল ওরফে আব্দুর রবের ছেলে ইনামুল বিশ্বাস ওরফে মামুন,শংকরপুরের মৃত আবু বক্কর মোল্যার ছেলে আকবর আলী,সদর উপজেলার জঙ্গল বাধাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিপন,চাঁচড়া রায়পাড়ার মৃত হাফিজের ছেলে সোহাগ ও চাঁচড়ারায় পাড়ার খালিদ কাজীর ছেলে ইমন হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোকলেছুজ্জামান জানান,সম্প্রতি যশোর চাঁচড়া ডাল মিল এলাকায় কাস্টমস গোডাউনের ১১ নং কক্ষ হতে সংঘবদ্ধ চোরেরা নগদ টাকা,রুপী ও স্বর্ণালংকরসহ মূল্যবান মালামাল চুরি করে। এ ঘটনায় কোতয়ালি থানায় কাস্টমস কর্তৃপক্ষ মামলা দায়ের করে। কাস্টমস গোডাউন এলাকায় বহিরাগত শ্রমিক হিসেবে কর্মরতদের জিজ্ঞাসাবাদের কথা বলে ঘটনার পরের দিন সকালে কোতয়ালি থানার এসআই মোকলেছুজ্জামান গ্রেফতার করে।পরে তাদেরকে আদালতে নিয়মিত মামলা চালান দেয়। আসামীদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ আদালতের বিচারক শুনানী শেষে সোমবার তাদেরকে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here