যশোর শহরে প্রকাশ্যে মারপিট ও বোমা নিক্ষেপের ঘটনায় ১৪জনের বিরুদ্ধে মামলা

0
584

বিশেষ প্রতিনিধি : পূর্বের শত্রুতার কারনে প্রকাশ্যে আল আমিন নামে এক যুবককে মারপিট পূর্বক বোমা বাজির ঘটনায় কোতয়ালি মডেল থানায় ১৪ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে,যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার ইসরাইল গাজীর ছেলে সজল,চাঁচড়া রায়পাড়া মাদ্রাসা রোডের মৃত লিয়াকতের ছেলে রহমান,একই এলাকার শিবলার ছেলে শিমুল,চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির টুলু মিয়ার ছেলে আশিক,চাঁচড়া রায়পাড়া মাদ্রাসা রোডের খলিল মিয়ার ছেলে রেজাউল,একই এলাকার হাত কাটা মিন্টুর ছেলে ইব্রাহিম,হামিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিদুল,রেজাউলের ছেলে সুমন, ইসরাইল গাজীর ছেলে রনি,শহরের ষষ্টিতলা পাড়ার নিত্য ঘোষের ছেলে শিশির,চাঁচড়া রায়পাড়া বর্তমানে চাঁচড়া চেকপোষ্টের তৈয়বের ছেলে সাব্বির,রেলগেট পশ্চিম পাড়ার ফায়েক শেখের ছেলে রমজান,চাঁচড়া জামতলা মোড়ের আবদার রহমানের ছেলে হাবিল ও কাবিলসহ অজ্ঞাতনামা ৪/৫জ।
চাঁচড়া রায়পাড়ার হানিফ মিয়ার স্ত্রী জাহানারা বেগম দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছেলে আল আমিন (২৪) গত ১৮ নভেম্বর বিকেল ৩ টায় বাড়ি হতে বের হয়ে যাচ্ছিল। আসামীদের সাথে তার পূর্ব শত্রুতা রয়েছে।বিকেল ৩ টায় চাঁচড়া রায়পাড়া মাদ্রাসা রোডস্থ সজলের বাড়ির সামনে পৌছালে সংঘবদ্ধ আসামীরা পূর্ব শত্রুতার কারনে ধারালো অস্ত্র দিয়ে মারপিট শুরু করে। আল আমিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ৩/৪টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here