অক্ষর শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
347

নিজস্ব প্রতিবেদক : যশোরে অক্ষর শিশু শিক্ষালয়ের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এম এম কলেজের সহযোগী অধ্যাপক সোলজার রহমান ও ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন উদীচী যশোর সংসদের উপদেষ্টা মাহবুবুর রহমান মজনু। সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব ও অক্ষর শিশু শিক্ষালয়ের প্রিন্সিপাল চামেলি মুখার্জি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অক্ষর শিশু শিক্ষালয়ের সভাপতি ডিএম শাহিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া বলেন, শুধু লেখাপড়া নয় খেলাধুলায়ও মনোনিবেশ করতে হবে। খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে। আর শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে, লেখাপড়া করতে সহজ হয়। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here