অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে শনিবার মধ্যরাত থেকে খুলনা রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান শুরু

0
298

এম আর রকি : শনিবার মধ্যরাত থেকে খুলনা রেঞ্জে কর্মরত পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। অস্ত্র,মাদকসহ অপরাধ কর্মকান্ড জিরো টলারেন্স নামিয়ে আনার টার্গেট নিয়ে বিশেষ অভিযানে পুলিশের তৎপতা বৃদ্ধি পেয়েছে। আগামী ৬ জানুয়ারী ১০ দিনের অভিযানে খুলনা রেঞ্জের পুলিশের মধ্যে প্রতিযোগীতা হিসেবে রেঞ্জ প্রধান পুরুস্কার ঘোষনা করেছেন। বিশেষ অভিযানের প্রথম রাতে কোতয়ালি মডেল থানা পুলিশ ১শ’ ২২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। এছাড়া,ওয়ারেন্টের আসামীদেরকে গ্রেফতার করেছে কোতয়ালি পুলিশ। এ তথ্য পুলিশের নির্ভরযোগ্য সূত্রের।
সূত্রগুলো আরো জানিয়েছেন,খুলনা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক ড. খন্দকার মহিদ উদ্দিন খুলনা বিভাগে অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী,বোমাবাজ,চাঁদাবাজ,নারী পাচারকারীসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড জিরো টলারেন্স করার টার্গেট নিয়ে ও নতুন বছর গোটা রেঞ্জ অপরাধ মুক্ত করতে ২৭ ডিসেম্বর শুক্রবার দিবাগত মধ্য রাত থেকে আগামী ৬ জানুয়ারী ১০ দিনের বিশেষ অভিযান ঘোষনা করেছেন। বিশেষ অভিযানে রেঞ্জের মধ্যে আদালত কর্তৃক সাজা প্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্ট যুক্ত আসামী,অস্ত্রধারী,বোমাবাজ,চাঁদাবাজ,নারী পাচারকারী,ছিনতাইকারী,সন্ত্রাসী,মাদক ও চোরাচালানী রয়েছে তাদেরকে ধরার টার্গেট নিয়ে এই বিশেষ অভিযান ঘোষনা করেছেন। শুক্রবার ২৭ ডিসেম্বর দিবাগত রাত ১২ টার পর থেকে পুলিশের বিশেষ অভিযানের প্রথম রাতেই কোতয়ালি মডেল থানার এসআই সাইফুল মালেক সদর উপজেলার দেয়াড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবা বেচাকেনার অভিযোগে দেয়াড়া সরদারপাড়ার রমজান আলীর ছেলে সাইফুল ইসলামকে ৫৬পিস ইয়াবা,দেয়াড়া পূর্ব পাড়ার মৃত আজিজের ছেলে আজগর আলীকে ৫১পিস ইয়াবা ও পাশ^বর্তী দত্তপাড়া বাজারের পাশের্^র আহাম্মদ আলীর ছেলে রাজুকে ১৫পিস অর্থাৎ তিনজন ইয়াবা বিক্রেতাকে ১শ’ ২২পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। কোতয়ালি মডেল থানা পুলিশ বিশেষ অভিযানের প্রথম দিনে ওয়ারেন্টের আসামী গ্রেফতার করেছে। যা শনিবার দুপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিউটি অফিসার মাহবুব আলম জানিয়েছেন। সূত্রগুলো আরো জানান,বিশেষ অভিযানকে উৎসাহ জোগাতে অভিযানকারী যিনি ১০ দিনে তার কর্মকান্ডের পারফরমেন্স দেখাবেন তাকে পুরুস্কৃত করা হবে। তাছাড়া,রেঞ্জে জেলা,থানা ভিত্তিক প্রতিযোগীতা শুরু হয়েছে। বিশেষ অভিযানের প্রথম রাতে কোতয়ালি মডেল থানা পুলিশ কয়েকজন ওয়ারেন্স তামিল করেছেন। বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধারের সফলতা দেখাবে বলে কোতয়ালি মডেল থানায় কর্মরত পুলিশের এসআই গন জানিয়েছেন। আগত নতুন বছরকে সন্ত্রাস মুক্ত ও অপরাধ মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান জনগনের জন্য বয়ে আনবে সুফল এমন আশা করছেন যশোরের সচেতন মানুষেরা।#