যশোর পুলিশ লাইন থেকে হত্যা মামলার আলামত মোটর সাইকেল চুরি ॥ পাঁচ দিনেও উদ্ধার হয়নি

0
561

বিশেষ প্রতিনিধি : যশোর পুলিশ লাইনের অভ্যন্তরে ডিবি অফিসের পিছনে মাল্টি পারপাস বিল্ডিংয়ের সামনে থেকে একটি হত্যা মামলার আলামত বাজাজ কোম্পানীল পালসার মোটর সাইকেল চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হলেও উদ্ধার হয়নি চুরি যাওয়া মোটর সাইকেল। কোতয়ালি মডেল থানার মামলা নং ৭৫ তারিখঃ ২৫/১২/১৯ ইং ধারা ৩৭৯ পেনাল কোড। চুরি যাওয়ার গত ৫ দিনে জড়িত চোরকে সনাক্ত করতে পারেনি পুলিশ। নিরাপত্তা বেষ্টিত স্থান থেকে মামলার আলামত মোটর সাইকেল চুরির ঘটনা রীতিমত পুলিশের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে পুলিশ লাইনে নিরাপত্ত জোরদারের পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশে কর্মরত এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১০ টায় দায়েরকৃত এজাহারে বলেছেন, গত ২১ ডিসেম্বর তিনি চার দিনের ছুটিতে নিজ জেলা জামালপুরে যান। তিনি ছুটি শেষে ২৪ ডিসেম্বর যশোর ভাড়া বাড়িতে অবস্থান কালে ডিবিতে কর্মরত কনস্টেবল আবু হাসান তার মোবাইলের মাধ্যমে জানান,তার তদন্তনাধীন কোতয়ালি মডেল থানার মামলা নং ৭৫ তারিখ ৩০/১১/১৯ইং ধারা ৩০২/৩৪ পেনাল কোড মামলার আলামত লাল কালো রংয়ের বাজাজ কোম্পানীর পালসার ১৫০ সিসি মোটর সাইকেল চুরি হয়ে গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনি পুলিশ লাইনে ডিবি অফিসের বিভিন্ন মামলার জব্দকৃত আলামত রাখার স্থানে দেওয়াল দিয়ে ঘেরা স্থানে যান। সেখানে গিয়ে দেখেন হত্যা মামলার আলামত যা গত ১৪ ডিসেম্বর রাত সাড়ে ৯ টায় সদর উপজেলার কায়েতখালী গ্রামের রাসেল কবিরের বাড়ি হতে জব্দকৃত মোটর সাইকেল নাই। বিষয়টি তিনি জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে তিনি খোঁজ খবর নিয়ে পুলিশ লাইন মসজিদের মোয়াজ্জিন নিযুক্ত নায়েক নিয়ামুল ইসলাম জানান,২৪ ডিসেম্বর সকাল ৬টা ২০ মিনিটে একজন শীতের কাপড় চোপর পেচানো একজন লোক পুলিশ লাইন মসজিদের দক্ষিন পাশের্^ পুকুর পাড় হতে মসজিদের পকেট গেট থেকে ঠেলে একটি মোটর সাইকেল নিয়ে যাচ্ছে। পুলিশ লাইনের মধ্যে ডিবি অফিসে লাগানো সিসি ক্যামেরা ফুটেজে দেখেন ২৩ ডিসেম্বর সকাল ১০টা ৪৯ মিনিটে সিসি ক্যামেরার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল। যার ফলে ২৩ ডিসেম্বর সকালের উক্ত সময় থেকে আর ভিডিও ফুটেজ নাই। যার ফলে চোর ধুরন্ধর প্রকৃতি বলে পুলিশের কাছে মনে হয়েছে। ঘটনার পর যশোরের বিভিন্ন গ্যারেজে খোঁজ খবর নিয়ে মোটর সাইকেলের সন্ধান পাননি। হত্যা মামলার সাথে সম্পৃক্ত আলামত মোটর সাইকেল চুরি যাওয়ার ব্যাপারে আদালতে তদন্তকারী কর্মকর্তা অবহিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গত ৫ দিনেও চুরি যাওয়ার মোটর সাইকেল উদ্ধার করতে পারেনি জেলা পুলিশ।#