আইপিএলে ‘বিশেষ ক্যাটাগরিতে’ সেরা পাঁচে সাকিব

0
351

ম্যাগপাই নিউজ ডেস্ক : প্রতিপক্ষ বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান বলে আইপিএলে বোলারদের কাছে বাউন্ডারি ঠেকানো খুবই কষ্টসাধ্য। তবে এ কাজে বেশ সফল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান টুর্নামেন্টের গতকাল সোমবার পর্যন্ত বলের সংখ্যার গড়ে কম বাউন্ডারির যে তালিকায় প্রকাশ করে করেছে ক্রিকেটের জনপ্রিয় সাইট ইএসপিএন ক্রিকইনফো। সেখানে পাঁচ নম্বরে সাকিব।

এক নম্বরে রয়েছে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স সতীর্থ কুনাল পাণ্ডিয়া। ভারতের তারকা এই অলরাউন্ডারের প্রতি ১০ বল (৯.৭৫) থেকে মাত্র একটি করে বাউন্ডারি আদায় করতে সক্ষম হয়েছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। দুই নম্বরে কিংস ইলেভেন পাঞ্জাবের রাহুল তিওয়াতিয়া। তিনি প্রতি ৯ বল পর পর একটি করে বাউন্ডারি দিয়েছেন।

এরপর রয়েছেন পাঞ্জাবের আরেক তারকা আফগানিস্তানের মুজিব-উর-রহমান(৮.১৪)। চারে রাজস্থান রয়েলসের শ্রেয়েষ গোপাল (৮.০০)। এবং পাঁচে সাকিব। বাংলাদেশি তারকার প্রায় প্রতি ৮(৭.৭১) বল থেকে একটি করে বাউন্ডারি মারতে সক্ষম হয়েছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here