যশোর শহরের অস্ত্রগুলিসহ দুই অস্ত্রবহনকারী গ্রেফতার

0
585

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা পুলিশ শহরের কোয়ার্টার কিলোমিটারের মধ্যে মাত্র ১৫ ঘন্টা ব্যবধানে দুই অস্ত্রবহনকারীকে দু’টি ওয়ান স্যুটারগান ও দুই রাউন্ড গুলিসহ উদ্ধার দেখিয়েছে। পুলিশের এই উদ্ধারের ঘটনায় প্রতীয়মান করে শহরের অবৈধ অস্ত্রধারীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। অস্ত্রবহনকারীরা হচ্ছে, সদর উপজেলার শালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাক হোসেন ও শহরতলী পালবাড়ী খয়েরতলার রায়হান গাজীর ছেলে হোসেন আলী।এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।
কোতয়ালি মডেল থানায় কর্মরত এসআই হাসানুর রহমান জানান,মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পান শহরের রেল রোডস্থ আবাসিক হোটেল শাহীনের সামনে এক অস্ত্রধারী অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনিসহ পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে সেখানে অস্ত্রবহনকারী ইমলাক হোসেন দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ইমলাক হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ১টি ওয়ান স্যুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে। অপরদিকে তিনি আরো জানান,সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পান শহরের শংকরপুর মুরগীর ফার্মগেটের সামনে একজন অস্ত্রধারী নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনিসহ তার টিমের সদস্যরা দ্রুত সেখানে সোমবার দুপুর সোয়া ১২ টায় পৌছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রবহানকারী হোসেন আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাকে গ্রেফতার করে। পরে অস্ত্র বহনকারী দু’জনকে কোতয়ালি মডেল থানায় হাজির করে অস্ত্র আইনে দু’টি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তাদ্বয় গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদন জানিয়েছে আদালতে সোপর্দ করে।সূত্রগুলো জানিয়েছেন, কোতয়ালি মডেল থানা পুলিশের হাতে ১৫ ঘন্টার ব্যবধানে শহরের দু’টি স্থান থেকে অস্ত্রবহনের অভিযোগে দুই সন্ত্রাসীকে গ্রেফতারে ধরে নেওয়া যায় শহরে এখন অস্ত্রধারীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। অপরাধীরা প্রতি মূর্হুতে যে কোন অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে সমবেত হচ্ছে। তাই অবিলম্বে পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন শহরের বাসিন্দা ও ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here