আওয়ামী লীগই একমাত্র দল, যারা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে-শেখ আফিলউদ্দীন

0
421
আরিফুজ্জামান আরিফ : যশোর-১ আসন শার্শায় আওয়ামীলীগ তথা মহাজোটের প্রার্থী সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, যারা মানুষকে আগুন দিয়ে পোড়ায়, ওরা মানুষ না, দানব। ওদের স্থান বাংলার মাটিতে হবে না। আজকে যারা ধানের শীষ নিয়ে এসেছে, তাদের গায়ে
মানুষ পোড়ার গন্ধ । তাদের থেকে সাবধান থাকবেন।
একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সোমবার বিকেলে নাভারন বাজারে শার্শা উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে এক পথ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আজকে যারা ধানের শীষ করে, তারা বিএনপি-জামায়াত জোট। ১৯৭১ সালের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী, গণহত্যা চালানো সেই বিএনপি-জামায়াত আগুন দিয়ে মানুষ পোড়ানোর মত অপকর্ম করেছে । এরা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, গ্রাম পুড়িয়েছে, রাস্তাঘাট কেটেছে, গাছ কেটেছে, আপনারা তাদের এ ধরনের অপকর্মের কথা একবার চিন্তা করুন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যারা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে। কাজেই এই দলকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূলের মানুষের কাছে দলের কর্মকান্ড তুলে ধরে এর জনপ্রিয়তা বাড়াতে হবে। আমরা কী করেছি এবং কী করতে চাচ্ছি, তা জনগণের সামনে তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চাইতে হবে। সে সময় তিনি সারাদেশে চলমান স্কুল ফিডিং কর্মসূচি এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোড়গোঁড়ায় আওয়ামীলীগ সরকারের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
তারুণ্যের কাছে ভোট চাই, মা-বোনদের কাছে ভোট চাই, বয়োবৃদ্ধ মুরব্বি সবার কাছে ভোট চাই। আপনারা ভোট দিন- আমরা উন্নয়ন দেব, সমৃদ্ধি দেব, সুন্দর জীবন দেব, উন্নত জীবন দেব।
এ পথ সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধক্ষ আলহাজ ওয়াহিদুজ্জামান ওহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,উলশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক,বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল,
শার্শা ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক বৈদ্যনাথ দাস প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here