আজ বাদআসর যশোরে জানাজা : ৩ দিনের শোক কর্মসূচি

0
630

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণবঙ্গের আপামর গণমানুষের নেতা যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের নামাজে জানাজা আজ বাদআসর যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এর আগে আজ সকাল ১০টায় পিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তরিকুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে জানাজা নামাজ আদায় করবে কেন্দ্রীয় বিএনপি। এরপর সকাল সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা নামাজ আদায় করা হবে। পরে হেলিকপ্টার যোগে ৫ বারের মন্ত্রী দক্ষিণবঙ্গের সিংহ পুরুষ তরিকুল ইসলামকে আনা হবে যশোরে। তারপর গণমানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে বাদআসর ঈগদাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার খোকন এই কর্মসূচির কথা জানিয়েছেন।
তিনি আরো জানান, জননেতা তরিকুল ইসলামের মৃত্যুর খবর শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসপাতাল ও তাঁর ঢাকার বাসায় ছুটে আসেন। তারা প্রিয় নেতাকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় বিএনপি মহাসচিব সারাদেশে একদিনের (আজ) শোক কর্মসূচি ঘোষণা করেন। তিনি দলের সকলকে কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টার মধ্যে উপস্থিত থাকার আহ্বান জানান। এদিকে দেলোয়ার হোসেন খোকন আরো জানান, যশোর জেলা বিএনপির পক্ষ থেকে প্রাথমিক ভাবে ৩ দিনের শোক কর্মসূচি নেয়া হয়েছে। আজ মরদেহ যশোর আসার পর বিএনপির পক্ষ থেকে বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here