বিএফইউজে ও এমইউজে নেতৃবৃন্দ’র শোক

0
402

নিজস্ব প্রতিবেদক : দৈনিক লোকসমাজের প্রকাশক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা এমইউজে নেতৃবৃন্দ। বিবৃৃতিদাতারা হলেন-বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আব্দুল্লাহ, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা। অনুরূপ বিবৃতি দিয়েছেন, বিএফইউজে সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এহতেশামুল হক শাওন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলাম শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নয় এ দেশের মানুষের অধিকার আদায়ে আপোষহীন সংগ্রামী যোদ্ধা ছিলেন। ছাত্রজীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত অন্যায়-অত্যাচার , নির্যাতন, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় শারীরিকভাবে চরম নির্যাতনের শিকার হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত সেই ক্ষত তিনি বহন করে গেছেন। তরিকুল ইসলাম গত কিছুদিন আগেও হাসপাতালে বেডে থাকাবস্থায়ও বর্তমান সরকারের রোষানলের শিকার হয়ে গায়েবি মামলার আসামী হয়েছেন। তিনি তথ্যমন্ত্রী থাকাকালীন সময় সাংবাদিকদের ওয়েজবোর্ড ও পত্রিকার বিজ্ঞাপনের হার বাড়িয়ে সাংবাদিক বান্ধব নেতা হিসেবে সাংবাদিকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। নেতৃবৃন্দ মিডিয়া জগতের একজন অভিভাবককে হারিয়ে অপুরনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারকে ধৈর্য্য ধরার জন্য আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন। সাথে সাথে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here