আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকুপায় আবারো দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহর্ত ১৫

0
275

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামের বর্তমান মেম্বর মোশারফ হোসেন মুসা ও সাবেক মেম্বর গোলাম আলি মোরাদ’র সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে গোলাম আলির সমর্থক মোহন সর্দার বাড়ির সামনে একটি ঘর তুলতে যায়। এসময় মোশারফ হোসেনের সমর্থক ফজল সর্দার বাঁধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উত্তেজনা থাকায় ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের মধ্যে দোহারো গ্রামের আশরাফুল ইসলাম (৩৫), শরিফুল ইসলাম (৩৬), নিজাম উদ্দীন (৫০), মুক্তার হোসেন (৪৫), তোফাজ্জেল হোসেন (৫৫), শহিদুল ইসলাম (৪৫), মনায়েম হোসেন (৪০), আব্দুর রশিদ (৩০) ও আব্দুর রাজ্জাক (২৮)কে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here