বাঘারপাড়া পৌর সভার উদ্যোগে চলছে ডেঙ্গু নিধন অভিযানের শেষ দিন

0
295

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : ম্ঙ্গলবার বাঘারপাড়া পৌর সভার উদ্যোগে তিনদিনের ডেঙ্গু নিধন কর্মসূচীর শেষ দিনে পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু নিজে পৌর সভার প্রতিটি ওয়ার্ড ও রাস্তা ঘাট পরিদর্শন করেন। পৌর সভার গাড়িটি ঘুরছেন, প্রতিটি ওয়ার্ডের সকল বাড়ি বাড়ি যেয়ে ময়লা সংগ্রহ করা হচ্ছে ,সেখানে যেয়ে খানা খন্দ নারিকেলে খোসা, বাঁশের চোং, দইএর খুরিসহ প্লাষ্টিক, পলিথিন আঙ্গীনার আশপাশের বিভিন্ন ময়লা পরিস্কার করেছেন একাধিক শ্রমিক। তিন দিনে চকচকে পৌরসভা এলাকা। পেরৈ মেয়র হঠাৎ পরিদর্শন করলেন উপজেলা ভ’মি অফিস,সেখানে যেয়ে দেখা গেল ময়লার স্তুপ, কথায় বলে আলোর গোড়ায় অন্ধকার। ময়লা সাথে সাথে গাড়িতে বহন করে নির্দিষ্ট স্থানে তা ফেলা হচ্ছে । বিরতিহিন এই তিন দিনের কর্ম সূচীতে স্থানীয় কোন এনজিও বা সংগঠন এখনো কোন প্রকার সহযোগীতার হাত বাড়াইনি। চলছে পৌর এলাকায় ডেঙ্গু আক্রমণের থেকে সাবধানের জন্য মাইকিং। পরিস্কার পরিচ্ছন্ন ,খানা খন্দ ও নর্দমা পরিস্কার পরিচ্ছন্ন করাসহ জনগন কে এই কাজে উদ্ভুদ্ধ করতে এলাকায় চলছে ব্যপক প্রচার প্রচারোনা । মেয়রের পক্ষ থেকে পৌর এলাকার সকল মসজিদ,মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গুর ক্ষতি স্মর্পকে অবহিতি করণ অব্যহত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শরিফুল ইসলাম,মহিলা কাউন্সিলর নাছরিন পারভিন, হাওয়া খাতুন,তাছলিমা খাতুন,ফয়সাল আহম্মেদ,শাহিন আলম,খবির উদ্দীন,ওলিয়ার রহমান,মোস্তাক আহম্মেদ,শহিদুল ইসলাম,মোস্তাক আহমদ,সহকারী প্রকৌশলী ও সচিব সাজ্জাদ হোসেন, হিসাব রক্ষক জুলফিক্কার আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here