আপন ভাইকে স্বামী সাজিয়ে জাল দলিল করে জমি আত্মসাত

0
437

রাশেদুজামান (রাসেল) :বেনাপোল সীমান্তের শাদিপুরে ফিরোজা বেগম নামে এক ত্রিপুরা মহিলা নিজের আপন ভাইকে স্বামী সাজিয়ে শারশা থানাধীন সাব রেজিস্টার অফিসের কর্মকর্তাদের যোগসাজশে আইনের চোখ ফাঁকি দিয়ে গত ২০১৪ সালের জুলাই মাসের ২২ তারিখে তারিখে একটি জাল দলিল রেজিস্ট্রি সম্পাদন করানো হয়েছে বলে জানা গেছে।প্রতিবেশীদের কাছ থেকে আরও জানা গেছে যে জাল দলিলের প্রকৃত সম্পত্তির মালিক মৃত নজরুল ইসলাম(ফকির)মৃত্যু বরন করেন গত ২০১৪ সালের জুলাই মাসের ১৮ তারিখে তারিখে তারিখে অর্থাত মারা যাওয়ার 4 দিন পর তার নিঃসন্তান স্ত্রী নিজের মায়ের পেটের আপন ভাইকে স্বামী সাজিয়ে জাল দলিল করে জমি আত্মসাত করে ভোগ দখল করছে এবং মৃতের স্ত্রী তার পালিত কন্যাকে ও সাথে নিয়ে সম্পত্তি ভাগাভাগি করে জাল দলিল তৈরী করান।এদিকে মৃতের ওয়ারেশ গন যখন জানতে পারেন যে মৃতের স্ত্রী সম্পতি বিক্রয় করার জন্যে খরিদ্দার দেখাচ্ছে।এবং তার পরপরই সমস্ত কাগজপত্র প্রমান সহকারে বিজ্ঞ আদালতে আইনের আশ্রয় নেন এবং জাল দলিল বাতিলের জন্যে একটি দেওয়ানি মামলা দায়ের করেন মৃতের আপন ভাই মোঃ আবেদুল ইসলাম যার মামলা নং ২০১৫/১৬ অতপর উক্ত মামলার আসামি ফিরোজা বেগম ও তার পালিত কন্যা ক্ষিপত হয়ে মামলার বাদীকে মাস্তান ভাড়া করে বিভিন্ন ভয় ভিতী দেখাচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্যে হুঁশিয়ার করছে।এদিকে বাদী কোনটা প্রতিকার/উপায়ান্ত না পেয়ে বিজ্ঞ আদালত দুর্নীতি দমন কমিশনে আর একটি মামলা দায়ের করেন যার মামলা নং ২০১৫/১৬ বর্তমানে মামলা দুইটি বিচারাধীন পর্যায়ে আছে।বাদীপক্ষের দাবী তারা যাতে সঠিক বিচার পায় সেই আশায় তাদের অপেক্ষার প্রহর গুনা চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here