আবারও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ইন্দোনেশিয়া

0
433

লমবক দ্বীপে সিরিজ ভূমিকম্পের পর মাত্র একমাসের ব্যবধানে আবারও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়িয়াছে ইন্দোনেশিয়া। এইবার ভূমিকম্প ও সুনামি একসঙ্গে আঘাত হানিয়াছে। মৃতের সংখ্যা বাড়িয়াই চলিয়াছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রদত্ত তথ্য অনুযায়ী গতকাল শনিবার পর্যন্ত ৮৩২ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা গিয়াছে। আহত হইয়াছেন শত শত মানুষ। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতি সম্পর্কে যতটা ধারণা করা হইয়াছিল, বাস্তব অবস্থা ইহার চাইতে ভয়াবহ বলিয়া জানাইয়াছে সংস্থাটি। উল্লেখ্য যে, গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইহার পরপরই অপ্রত্যাশিত সুনামির মুখে পড়ে শহরটি। সুনামির ফলে সৃষ্ট প্রায় ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাস ধ্বংসস্তূপে পরিণত করিয়াছে শহরটিকে। বিদ্যুত্ ও যোগাযোগ ব্যবস্থা ভাঙিয়া পড়িয়াছে। ধ্বংসস্তূপের ভিতর অনেকে আটকা পড়িয়া আছেন বলিয়া আশঙ্কা করা হইতেছে। ভাগ্যক্রমে যাহারা বাঁচিয়া গিয়াছেন তাহাদের অবস্থাও কম বিপর্যয়কর নহে। আগস্টের ভূমিকম্পেও প্রাণ হারাইয়াছিল প্রায় পাঁচশত মানুষ। এই বিপর্যয় আমাদের ২০০৪ সালের সেই মহাবিপর্যয়ের কথা মনে করাইয়া দেয়— যখন ভূমিকম্প ও সুনামির যৌথ আঘাত কাড়িয়া লইয়াছিল লাখো মানুষের প্রাণ।

জাপানের অভিজ্ঞতা ছিল আরো ভয়াবহ। ২০১১ সালের ১১ মার্চের ভয়াল স্মৃতি দুঃস্বপ্নকেও হার মানায়। সেইদিন ৯.০ মাত্রার ভূমিকম্পের সঙ্গে প্রলয়ঙ্করী সুনামি দেশটিতে যে ধ্বংসযজ্ঞ চালাইয়াছিল, সেই ক্ষত ও ক্ষতি আজো পুরোপুরি কাটাইয়া উঠিতে পারে নাই জাপান। দেখা দিয়াছিল পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কাও। সুনামির আঘাতে বিপর্যস্ত ফুকুশিমাকে এখনো সম্পূর্ণ মুক্ত করা সম্ভব হয় নাই তেজস্ক্রিয়তার উচ্চমাত্রার ঝুঁকি হইতে। তাহার পরও বলিতে হয়, জাপান উন্নত দেশ বলিয়া যত দ্রুত এই অভাবনীয় বিপর্যয় সামাল দিয়াছে, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলির জন্য তাহা কল্পনাতীতই বলা যায়। জাপানে যেই মাত্রার ভূমিকম্প আঘাত হানিয়াছিল, ১৯০০ সালের পর তাহা ছিল ৯.০ মাত্রার চতুর্থ ভূমিকম্প। এখন জলবায়ু পরিবর্তনজনিত কারণে ভূমিকম্প ও সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়ের সংখ্যা ও তীব্রতা বাড়িতেছে কিনা—তাহা বিশেষজ্ঞরাই ভালো বলিতে পারিবেন। এক অর্থে দুর্যোগ মানবসভ্যতার সহগামীও বটে। ভূমিকম্প বা সুনামির মতো বিপর্যয়ের মুখে মানুষের কীই-বা করার আছে— সেই প্রশ্নও উঠিতে পারে। তবে বিজ্ঞানীরা বসিয়া নাই। সম্পদ না হউক, অন্তত মানুষের জীবন বাঁচাইবার স্বার্থে জাপান সুনামির আগাম সতর্কীকরণ পদ্ধতি আধুনিকীকরণ করিয়াছে। চলিতেছে আরো নানারকম গবেষণা। ভবিষ্যতে হয়তো ইহার তাত্পর্যপূর্ণ সুফলও মিলিবে। কিন্তু আপাতত শোক ও সমবেদনাই হয়তো একমাত্র সান্ত্বনা। আমাদের ভালোবাসা ও সহমর্মিতা ইন্দোনেশিয়ার দুর্গত ও শোকাহত মানুষের সঙ্গী হউক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here