আবারও বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পেল বেনাপোল স্থল বন্দর

0
306

রাশেদুজামান(রাসেল)বেনাপোল:আবার ও বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পেল বেনাপোল স্থল বন্দর। সোমবার দুপুর ১ টার সময় স্থল বন্দরেরর ১ নং শেডের পাশের পাচালীর উপর শুকনা গাছ থেকে আগুনের সুত্রপাত ঘটে।
বেনাপোল স্থল বন্দরের ১ নং শেডের দায়িত্বে নিয়োজিত শেড ইনচার্জ মোস্তফা কামাল বলেন, আমি শেডের মধ্যে থেকে দেখতে পাই বন্দরের পুর্ব পাশের পাঁচিলের উপর শুকনো কিছু লতা পাতা গাছ আগুনে জ¦লছে। তার পাশে কয়েকটি বাড়ি ও পাচালির ভিতর কার্টনে আমদানিকৃত পন্য রয়েছে। দ্রুত শেড থেকে ঘটনাস্থলে নিয়ে শ্রমিকদের সাথে করে অগ্নিনির্বাপক গ্যাস ও পাউডার দেওয়ার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
বন্দরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনছার সদস্য এপিসি হায়দার আলী বলেন পাশের বাড়ি থেকে বিড়ি সিগারেট অথবা রান্নাঘর থেকে এ আগুনের সুত্রপাথ ঘটে থাকতে পারে। তাছাড়া ঐ পাঁচিলের উপরের শুকনা লতাপাতায় আগুন লাগার কোন সম্ভবনা নেই।
মোস্তাফা কামাল বলেন, সাথে সাথে বেনাপোল ফায়ার সার্ভিসকে ও খবর দেওয়া হয়। তারা এসে পানি দেওয়ার পর এ যাত্রা থেকে বড় ধরনের অগ্নিকান্ড থেকে রেহাই পেল বেনাপোল স্থল বন্দর।
উল্লেখ্য এর আগে ও একাধিকবার বেনাপোল বন্দরে আগুন লেগে ভস্মিভুত হয়েছে কোটি কোটি টাকার পন্য।
এ ব্যাপারে স্থল বন্দর এর পরিচালক প্রদোষ কুমারকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here