আর্জেন্টিনার জয়ে যশোরে আনন্দ মিছিল

0
173

ডি এইচ দিলসান : বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জয়ে আনন্দ মিছিল করেছে যশোরের আর্জেন্টিনার সমর্থকরা।
শনিবার দিনগত রাতে ম্যাচে ৬৪ মিনিটের মাথায় গোলের পরপরেই আনন্দোল্লাাসে মেতে উঠেন তারা। যশোর টাউন হল ময়দান থেকে আনন্দ মিছিলটি বের হয়ে দড়াটানায় জড়ো হতে থাকে। এর পর শহরের বিভিণœ জায়গা থেকে আর্জেন্টিনার সমর্থকরা এসে জড়ো হতে থাকে দড়াটানাতে। প্রত্যেকের হাকে আর্জেন্টিনার পতাকা, বাশি আর দেশীয় বাদ্যযন্ত্র। বিজয় মিছিলে অংশ নেওয়া আর্জেন্টিনার সকর্থকরা মেসিই সেরা, জিতেছে কারা-আর্জেন্টিনা, ফাইনাল খেলবে-আর্জেন্টিনা ইত্যাদি শ্লোাগান দিতে দেখা যায়।
এসময় আর্জেন্টিনার সমর্থক মাহাফুজুর রহমান বলেন, আর্জেন্টিনা শুধু একটা ফুটবল টিম নয়। আর্জেন্টিনা আমার কাছে একটা আবেগের নাম। ছোটবেলা থেকেই মেসির খেলা দেখে বড় হয়েছি। মেসির হাতে এবারের বিশ্বকাপ দেখার অপেক্ষায় আছি।
আর্জেন্টিনার একনিষ্ট সমর্থক দাবি করে রনি রহমান বলেন, মেসির পায়ে যখন প্রথম গোলের দেখা পেলাম তখনই নিশ্চিত হলাম যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপে ভাল কিছু করবে। হেটার্সদের মুখে চুনকালি দিয়ে আমরা ফিরে এসেছি। এবার আমরা বিশ্বকাপ ফাইনাল খেলব।
প্রসঙ্গত, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে সৌদি আরবের কাছে হেরে আর্জেন্টিনা বাদ পড়ার শঙ্কায় পড়ে যায়। ফিফা র‌্যাংকিংয়ে ১৩ নম্বরে থাকা মেক্সিকোর সাথে বাঁচা-মরার লড়াইয়ে ফিরে আসে আর্জেন্টাইনরা। বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো বড় পর্দায় দেখতে যশোর টাউন হল ময়দানে জড়ো হয় ভক্তরা।