ইন্দো-বাংলা কারাতে চাম্পিয়নশীপে বাংলাদেশর ১২ ও ভারতের ৪ স্বর্ণ জয়

0
690

এম আর মাসুদ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হয়েছে যশোরের ঝিকরগাছা জুয়েল কারাতে একাডেমি আয়োজিত ওয়ালটন প্রথম ইন্দো-বাংলা কারাতে চাম্পিয়নশীপ-২০১৮। ঝিকরগাছায় এ জাতীয় আয়োজন প্রথম হওয়ায় উল্লেখ সংখ্যক দর্শক এটি উপভোগ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রুপ পর্বের কুমি’র ফাইনাল খেলার মাধ্যমে সাঙ্গ হয় এই আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঝিকরগাছা উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপি এই প্রতিযোগিতায় ১৬ ইভেন্টের মধ্যে বাংলাদেশ স্বর্ণ জিতেছে ১২ টি, ভারত ৪ টি। রোপায় ভারত ১২ ও বাংলাদেশ ৪ টি। এবং ব্রোঞ্চে বাংলাদেশ ১৪ টি ও ভারত ২ টি পদক লাভ করেছে। প্রতিযোগিতায় পুরুষের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শেখ হাবিব এবং মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন ভারতের সুস্মিতা দাস। এরা একক কাতায় ২ টি করে স্বর্ণ জিতেছে। এছাড়া বাংলাদেশের ইফতেখার হোসেন পারভেজ, আবু মুছা, নাছিমা আক্তার জুই ও ভারতের উষ্ণীষ মূখার্জী ২ টি করে স্বর্ণপদক লাভ করেন। বাংলাদেশের ১২ টি স্বর্ণের মধ্যে ঝিকরগাছা জুয়েল কারাতে একাডেমি ৯ টি ও যশোর জেলা কারাতে দল ৩ টি পদক জয়লাভ করে। প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশের জসিম উদ্দীন, ইকবাল হোসেন, এসএম শাহরিয়ার চোধুরী, শফিউল আযম রাসেল, রেজাউল করিম মাসুম, ভারতের সুভাষ মিত্র ও সুমঙ্গল সেন। অফিসিয়াল ছিলেন প্রতিযোগিতার সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা জুয়েল কারাতে একাডেমির নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম রফিক। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিযোগিতার সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুছা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন ও জেলা পরিষদ সদস্য ইকবল আহমেদ রবি। প্রতিযোগিতা কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাস্টার আশরাফুজ্জামান বাবু, ডা. আবু রায়হান রাজ প্রমূখ। গত ৬ মার্চ শুরু হওয়া এই প্রতিযোগিতায় ভারতের পশ্চিম বাংলার কলকাতার টাইগার কারাতে এ্যাসোসিয়েসন, জাপান কারাতে এ্যাসোসিয়েসন, এদেশের যশোর জেলা কারাতে দল ও ঝিকরগাছা জুয়েল কারাত একাডেমির ৬০ জন প্রতিযোগী ১৬ ইভেন্টে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here