ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫৯

0
416

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষ্যে মোট ১৩ দিনে (১৬-২৮ আগস্ট) প্রাণ হারিয়েছে ২৫৯ ও আহত হয়েছে ৯৬০ জন। বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মনিটরিং সেল এসব তথ্য জানিয়েছে।

সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, এবার কোরবানির ঈদযাত্রায় ২৩৭টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে যা গত ঈদুল ফিতরের তুলনায় দুর্ঘটনার ১৪.৪৪ শতাংশ কম।

পরিসংখ্যানে দেখা গেছে, ২৯.১৮ শতাংশ বাস, ২৩.৬ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান, ৬.৬ শতাংশ নসিমন-করিমন, ৫.৯ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ১১.১৫ শতাংশ অটোরিকশা, ১৬.৭২ শতাংশ ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেল এবং ৯.১৬ শতাংশ অন্যান্য যানবাহন ঈদযাত্রায় দুর্ঘটনার কবলে পড়েছে।

হতাহতের মধ্যে ১২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চার চিকিৎসক, দুই প্রকৌশলী, দুই সাংবাদিক, দুই শিক্ষক, ২০ শিক্ষার্থী, ৫৯ নারী, ৩৪ শিশু, ৪২ চালক-হেলপার এবং আটজন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here