ঈদুল আজহা উপলক্ষ্যে অব্যাহতভাবে মাদকের চালান আসছে

0
434

পুলিশের কঠোর অবস্থানের মধ্যেও সীমান্তবর্তী এলাকা দিয়ে ফেনসিডিল ও গাঁজার চালান পাচার হয়ে আসা বন্ধ হয়নি
এম আর রকি : সরকার কর্তৃক মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের মধ্যেও যশোর সীমান্তবর্তী এলাকা দিয়ে বিভিন্ন পন্থায় ফেনসিডিল ও গাঁজা চালান পাচার হয়ে আসা এখনও বন্ধ হয়নি। সম্প্রতি র‌্যাব-৬ ও ৪৯ বিজিবি’র হাতে ৭শ’ ১৫ বোতল ও ১৪ শ’ ৪৪ বোতল ফেনসিডিলের দু’টি চালান উদ্ধারের ঘটনা প্রতিয়মান হয় যে মাদকের চালান আসছে অব্যাহত ভাবে। আর এই চালানের পিছনে পরোক্ষ সহযোগীতায় রয়েছে সীমান্ত এলাকায় কর্মরত বিজিবি’র কর্মকর্তা ও সদস্য এবং থানা,ক্যাম্প,তদন্ত কেন্দ্র এবং পুলিশ ফাঁড়ীতে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা।
নির্ভরযোগ্য সূত্রগুলো বলেছে,আগামী পরশু ২২ আগষ্ট বুধবার ধর্মপ্রাণ মুসলমানদের উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে টার্গেট করে চোরাচালানী ও মাদক ব্যবসায়ীরা তাদের কারবার চালিয়ে যাচ্ছে অব্যাহতভাবে। সীমান্তের ওপার থেকে ফেনসিডিল ও গাঁজাসহ মাদকের চালান আনা হচ্ছে বিভিন্নভাবে। সূত্রগুলো জানিয়েছেন, গত বৃহস্পতিবার গভীর রাতে বিজিবি’র একটি দল বেনাপোল সীমান্তের শিকড়ী দক্ষিণ পশ্চিম মাঠ থেকে চোরাচালানী ও মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া কয়েকটি বস্তা থেকে ৭শ’ ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে,র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গত বৃহস্পতিবার ভোররাতে যশোর মাগুরা সড়কের কোদালিয়া বাজারের মসজিদের সামনে থেকে ১৪শ’ ৪৪ বোতল ফেনসিডিলসহ একটি কার্গো ট্রাক জব্দ করে। এ সময় ট্রাক চালক যশোরের চৌগাছা উপজেলার চানদাপাড়া বর্তমানে বারই হাট (নানা বাড়ী) এর শাহিনালাল গাজীর ছেে মোঃ ইউসুফ গাজী ও হেলপার একই উপজেলার গ্রামের মৃত নলীন কুমার দাসের ছেলে শ্রী স্বপন কুমার দাসকে গ্রেফতার করে। বিজিবি ও র‌্যাব-৬ যশোর ক্যাম্পের হাতে ফেনসিডিলের বড় দু’টি চালান জব্দ থেকে বোঝা যায়। প্রতিনিয়ত মাদক ও চোরাচালানীর বড় বড় চালান যশোর সীমান্তবর্তী থানা এলাকা থেকে যান বাহনে লোড হয়ে যশোর হয়ে দেশের বিভিন্ন জেলা শহরে পৌছে যাচ্ছে। সীমান্তবর্তী থানা,পুলিশ ক্যাম্প,তদন্ত কেন্দ্র ও ফাঁড়ি গুলিতে যারা দায়িত্ব পালন করছেন। তারা আখের গোছাড়ে অতি ব্যস্ত হয়ে পড়েন।সূত্রগুলো বলেছে,বেনাপোল পোর্ট থানা,শার্শা,চৌগাছা,ঝিকরগাছা ,মনিরামপুর ও কেশবপুর থানা এলাকা দিয়ে অবাধে মাদকের ছোট বড় চালান যশোর হয়ে দেশের বিভিন্ন জেলা শহরগুলিতে পৌছে যাচ্ছে। এ সব থানা,ক্যাম্প,তদন্ত কেন্দ্র ও ফাঁড়ি গুলিতে যারা দায়িত্ব পালন করছেন তারা সাপ্তাহিক,পাক্ষিক ও মাসিক চুক্তিকে চোরাচালানী পন্য সা¤্রগী দেশে আনছে। পুলিশের সূত্রগুলো জানিয়েছেন,সীমান্তবর্তী এলাকায় পুলিশের এখন প্রধান কাজ মাদক ও চোরাচালানীদের গ্রেফতারের নামে মোটা অংকের উৎকোচ হাতিয়ে নেওয়া। প্রতিদিন পুলিশের বিভিন্ন ইউনিট গুলো সীমান্তবর্তী এলাকা সমূহতে অবস্থান নিয়ে বিভিন্ন বয়সের পুরুষদের গ্রেফতার করে। পরে তাদেরকে মাদক মামলা দিয়ে চালানের ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অংকের উৎকোচ। টাকার নেশায় পুলিশ মক্ত থাকার সুযোগে মাদক ও চোরাচালানীর বড় বড় চালান পাচার হয়ে বিভিন্ন জেলা গুলিতে পাচার হয়ে যাচ্ছে। তাই অবিলম্বে এই রুটে ব্যাপক তল্লাশী করা হলে মাদক ও চোরাচালানী চালান জব্দ হবে বলে বিভিন্ন সূত্রগুলো দাবি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here