বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে একশ’পিস ইয়াবাসহ আটক যুবকের মুক্তি নিয়ে গুঞ্জন

0
399
young police officer watches for trouble

বিশেষ প্রতিনিধি : আবারো বেনাপোল পোর্ট থানা পুলিশ একশ’ পিস ইয়াবাসহ সোহাগ নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে। সে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত পোড়াবাড়ি নারানপুর মাঠপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন ও পোর্ট থানায় কর্মরত পুলিশ সদস্যরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,গত ১৭ আগষ্ট শুক্রবার সকালে বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ,এসআই হারুন অর রশীদ ও এএসআই শরিফুল ইসলাম পোড়াবাড়ি নারাণপুর মাঠপাড়া গ্রাম থেকে ইয়াবা ব্যবসায়ী সোহাগকে গ্রেফতার করে। পরে তাকে থানায় এনে হাজতে রাখে। পরবর্তীতে ওই দিন রাতে মোটা অংকের দেন দরবারের এক পর্যায় তাকে ছেড়ে দেয়। এ বিষয়টি এসআইগন অস্বীকার করেছে। তবে প্রকাশ্যে সোহাগকে ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি স্থানীয় লোকজন প্রত্যক্ষ করেছেন। তাছাড়া, সোহাগকে পোর্ট থানা হাজরে রাখায় থানায় কর্মরত এসআই,এএসআই ও কনস্টেবলেরা প্রত্যক্ষ করেছেন। ধরার পর উক্ত কর্মকর্তাদ্বয় সোহাগকে মাদক আইনে মামলা দিয়ে চালানের যে বুলি উড়িয়েছিল। সে বুলি মোটা অংকের উৎকোচের কাছে হেরে গেছে। তাই অবিলম্বে ইয়াবাসহ সোহাগ গ্রেফতারের বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। তাছাড়া, থানা হাজতে পুরোদিন থাকা যুবক সোহাগ আসলে কিভাবে থানা থেকে গেল এমন প্রশ্ন সকলের মুখে মুখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here