উন্নত চিকিৎস্যার জন্য কবি সাংবাদিক ফখরে আলমকে কলকাতা স্থানান্তর

0
454

নিজস্ব প্রতিবেদক : অসুস্থ হয়ে পড়া সাংবাদিক ফখরে আলমকে কলকাতা পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে বেনাপোল হয়ে তাকে কলকাতা পাঠানো হয়। তিনি চোখে দেখতে পাচ্ছেন না।
হাসপাতালে নিয়ে যাওয়া বাংলাদেশ প্রতিদিনের স্টাফ করসপনডেন্ট সাইফুল ইসলাম সজল জানান, ফখরে আলম রাতে যশোর শহরের কুইন্স হসপিটালেই ছিলেন। সেখানে ডাক্তারদের তত্ত্বাবধানে তার রক্তচাপসহ অন্যান্য সমস্যা প্রায় স্বাভাবিক হয়ে আসে। কিন্তু দৃষ্টিশক্তি ক্রমশ কমতে থাকে। আজ বেলা ১১টার নাগাদ তিনি চোখে আর কিছুই দেখছিলেন না। এ অবস্থায় চক্ষু বিশেষজ্ঞ ডা. নাহিদ কামাল তাকে দ্রুত ঢাকা বা কলকাতা নেওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী বেলা ১২টার দিকে ফখরে আলমকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হন স্বজনরা।
এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রোববার রাত দশটার দিকে কবি, সাংবাদিক ফখরে আলমকে কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। তিনি বেশ কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছেন। ক্যানসার চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতা যান। এখন কলকাতার ‘দিশা আই কেয়ার’-এ তার চোখের চিকিৎসা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here