এক নজরে প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব

0
474

ক্রীড়া ডেস্ক : জমে উঠেছে আসন্ন আইপিএল। দলগুলো এরই মধ্যে নিজেদের গুছিয়ে নিয়েছে, শুরু করেছে শিরোপা জয়ের পরিকল্পনা। আর তারই জের ধরে আইপিএলে ধারাবাহিক ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে প্রস্তুত কিংস ইলেভেন পাঞ্জাব। দল ও কোচিং টিমে বেশ কিছু রদবদল ঘটিয়ে প্রীতি জিন্তার পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে দলটি সবাইকে চমকে দিতে তৈরি।

স্কোয়াড:
ব্যাটসম্যান: অ্যারন ফিঞ্চ, ডেভিড মিলার, করুণ নায়ার, মনোজ তিওয়ারি, ময়াঙ্ক আগরওয়াল।

উইকেটকিপার-ব্যাটসম্যান: আকাশদীপ নাথ, লোকেশ রাহুল।

অলরাউন্ডার: ক্রিস গেইল, অক্ষর প্যাটেল, মনজুর দার, মার্কাস স্টনিস, প্রদীপ সাহু, যুবরাজ সিং।

বোলার: রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অ্যান্ড্রু টাই, বরিন্দর স্রান, বেন ডারশুইস, মায়াঙ্ক ডাগর, মোহিত শর্মা, মুজিব-উর রহমান।

সাপোর্ট স্টাফ:
বীরেন্দ্র শেবাগ (ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন)
ব্র্যাড হজ (হেড কোচ)
মিঠুন মানহাস (সহকারী কোচ)
ভেঙ্কটেশ প্রসাদ (বোলিং কোচ)
নিশান্ত বরদোলোই (ফিল্ডিং কোচ)
অমিত ত্যাগী (ফিজিও)
আশিস তুলি (টিম অ্যানালিস্ট)
বরুণ পারমার (ম্যানেজার)
নিশান্ত ঠাকুর (স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ)
শ্যামলাল বল্লভজি (টেকনিক্যাল কোচ)
নরেশ কুমার (ম্যাসিওর)
বিক্রম হাস্তির (সহকারী টিম ম্যানেজার)
মনোজ কুমার (স্পোর্টস যোগা টিচার)

ট্রাম্প কার্ড:
একাদশ আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের চমক হয়ে দেখা দিতে পারেন আফগান তরুণ মুজিব-উর রহমান। লোকেশ রাহুল, মার্কাস স্টনিস ছাড়াও পুরনো ছন্দে ফিরলে পাঞ্জাবের প্রধান হাতিয়ার হয়ে দেখা দিতে পারেন ক্রিস গেইল।

SHARE
Previous articleপথে ওত পেতে থাকা হিংস্রতা
Next articleকী হবে খালেদা জিয়ার
সম্পাদক-বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রকাশক-ফয়সাল ফারুকী অমি, প্রধান সম্পাদক - জাহিদ হাসান টুকন, নির্বাহী সম্পাদক-সাকিরুল কবীর রিটন বার্তা সম্পাদক-ডি এইচ দিলসান। নিউজ রুম ই-মেইল-magpienews24@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here