এক পুলিশ সদস্যর বিরুদ্ধে যশোর আদালতে যৌতুক আইনে অভিযোগ

0
372

বিশেষ প্রতিনিধি : যশোরে যৌতুক দাবির অভিযোগে আব্দুস সামাদ নামে এক পুলিশ সদস্যের নামে আদালতে মামলা হয়েছে। সোমবার সদর উপজেলার এড়েন্দা গ্রামের হজরত আলীর মেয়ে রোকসানা খাতুন বাদী হয়ে এ মামলাটি করেছেন। অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন অভিযোগটি গ্রহণ করে ওসি কোতয়ালিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আব্দুস সামাদ রাজবাড়ির কালুখালি থানার বড় পাকুরিয়া গ্রামের লোকমান শেখের ছেলে। বর্তমানে পুলিশ সদস্য সামাদ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত আছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১১ জানুয়ারি আসামি আব্দুস সামাদ যশোর সদরের এড়েন্দা গ্রামের রোকসানা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় আব্দুস সামাদ রোকসানার ভাইয়ের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। বিয়েতে যৌতুকের টাকা দেয়ার শর্তে আব্দুস সামাদ তাকে বিয়ে করতে রাজি হয়। কিছুদিন যেতে না যেতেই আসামি সামাদ ৫ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় গত ১২ মে তিনি রোকসানাকে পিতার বাড়ি তাড়িয়ে দেন। এ ঘটনা মীমাংসায় ব্যর্থ হয়ে রোকসানা গত ২৫ জুন যশোর আদালতে মামলাটি করেন। পরবর্তীতে পারিবারিকভাবে মীমাংসা হওয়ায় রোকসানা খাতুন আদালত থেকে যৌতুক মামলা প্রত্যাহার করেন। এরপর রোকসানা পুনরায় সংসার করা কালে আসামি ফের ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করতে থাকে। এ সংবাদ জানতে পেরে অভিভাবকরা রোকসানাকে স্বামীর বাড়ি থেকে নিয়ে আসে। এ নিয়ে আবারো মীমাংসায় বসলে আব্দুস সামাদ ৫ লাখ টাকা যৌতুক না পেলে রোকসানাকে নিয়ে সংসার করবে না বলে জানিয়ে দেয়। মীমাংসায় ব্যর্থ হয়ে রোকসানা খাতুন আদালতে এ মামলা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here