বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এ সরকার সাধ্যমত কাজ করছে-প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

0
443

পাইকগাছা প্রতিনিধি : একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে সাধ্যমত কাজ করে যাচ্ছে। আর্থ-সামাজিক, যোগাযোগ, শিক্ষার প্রসার-প্রযুক্তিগত জ্ঞান, সমুদ্র বিজয়সহ নানা ক্ষেত্রে এ সরকার দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদখালীর মৌখালী মোল্লা বাড়ীতে ইউনিয়ন আ’লীগ আয়োজিত “উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি নির্মাণাধীন দৃশ্যমান পদ্মা সেতুর যাত্রা শুরুতে সরকারকে বে-কায়দায় ফেলতে দেশী-বিদেশীদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং এখনো আগুন সন্ত্রাসীরা ও ধর্মের নামে একটি সাম্প্রদায়িক অপশক্তি উন্নয়ন কর্মকান্ডকে থামিয়ে দেবার চক্রান্তে লিপ্ত রয়েছে। এদের সম্পর্কে সজাগ থেকে তিনি এ অঞ্চলের মানুষের আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারোও আ’লীগকে ক্ষমতায় আনার সহযোগিতার আহবান জানান। উপজেলা কমিটির আহবায়ক ও জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মাদ আলী সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বিএম’র দপ্তর সম্পাদক ডাঃ মোহাঃ শেখ শহিদুল্লাহ, জেলার সদস্য ও উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ রশীজ্জামান, জেলা সদস্য এম রিয়াজ, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, কওসার আলী জোয়াদ্দার। প্রভাষক ময়নুল ইসলাম ও নুরুল ইসলামের পরিচালনায় দুই উপজেলার দলীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মাসুমা খাতুন,নিলীমা চক্রবর্তী, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল,শংকর দেবনাথ, নির্মল অধিকারী, হেমেশ মন্ডল, প্রভাষক আঃ ওহাব বাবলু, হালিম মাষ্টার, হোসনেয়ারা খানম, আরশাদ আলী, ইকবাল বাহার, শাহিন সানা, সাঈদ আলী মোড়ল কালাই, সোহাগ হোসেন, বিমল সরকার, বিশ^জিত সিনহা, শাহজাহান কবির, কবির হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here