এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে তুরস্ক

0
309

ম্যাগপাই নিউজ ডেস্ক : সেনাবাহিনীর নির্যাতন থেকে জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে এক লাখ আধিবাসীর জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে তুরস্ক।

রবিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান তুরস্কের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক সংস্থার সমন্বয়ক আহমেদ রফিক।

আশ্রয়কেন্দ্র নির্মাণের স্থান নিয়ে আলোচনা করেন জানিয়ে তুরস্কের প্রতিনিধি জানান, রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে। এরই অংশ হিসেবে তুরস্ক বাংলাদেশে পালিয়ে আসা এক লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে।

শিগগিরই তুরস্কের উপ-প্রধানমন্ত্রী রিসেপ আব্বাস বাংলাদেশ সফর করবেন জানিয়ে তুরস্কের প্রতিনিধি আরও জানান, তুরস্ক স্বল্প সময়ের মধ্যে ১৩টি আইটেমের সমন্বয়ে প্রস্তুত ১০ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী দেবে। এছাড়া শিগগিরই তুরস্কের উপ-প্রধানমন্ত্রী রিসেপ আব্বাস বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here