এখনই নয়, তবে হতে পারে লকডাউন

0
228

নিজস্ব প্রতিবেদক : এখনই লকডাউন নয় বরং জনসমাগম কমানোর নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নির্দেশনার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

তিনি বলেন, কঠোর লকডাউনের কোনো নির্দেশনা নেই, তবে রেস্তোরাঁ, গণপরিবহন ও পর্যটন কেন্দ্রে জনসমাগম কমানোর নির্দেশনা দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আসন্ন রমজান, ঈদের ছুটি নিয়ে আবার আলোচনা হবে, এ বিষয়ে পরে নির্দেশনা দেয়া হবে। নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। সব হাসপাতালেরই পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রয়েছে। যে যেখানে আছেন, সে সেখানেই চিকিৎসা নিন।’‌

তিনি আরও বলেন, ‘করোনা টিকাদান শুরু হওয়ার পর মানুষ স্বাধীনভাবে ঘোরাফেরা শুরু করেছে। কেউ স্বাস্থ্য বিধি মানছে না। এ ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে।