এমএম কলেজে তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

0
540


নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) মহাবিদ্যালয়ে তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সোমবার কলেজে মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু তালেব মিয়া বেলুন ও কবুতর উড়িয়ে প্রধান অতিথি প্রতিযোগিতার উদ্বোধন করেন। আহবায়ক প্রফেসর মীর আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কওসার, শিক্ষক পরিষদের সম্পাদক মহিউদ্দিন, ক্রীড়া সম্পাদক নাহিদ নেওয়াজ ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চলনা করেন সহযোগি অধ্যাপক জিল্লুল বারী।
শোভাযাত্রা সহকারে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, অর্থনীতি, ভূগোল, বাংলা, দর্শন, ইতিহাসসহ ১৯ বিভাগের আনার্স, মাস্টার্স ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেয়।
উদ্বোধনী পর্বে ম্যারাথন, সাঁতার, দৌড়, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ ও চাকতি নিক্ষেপ প্রতিযোগিতা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here