এসএসসিতে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মণিরামপুর উপজেলার সেরা

0
554

উত্তম চক্তবর্তী : ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় উপজেলার সেরা হয়েছে৷ পাসের হার ৯৬%৷ প্রতি বছরের ন্যায় এবছরও সফলতা ধরে রাখতে সক্ষম হয়েছে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
বিদ্যালয় সূত্রে জানা যায়, এই বছর রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১২৬ জন ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৯২ জন মোট ২১৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে৷ এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ২১ জন ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৪৮ জন মোট ৬৯ জন, এ গ্রেড পেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ৬০ জন ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৩৮ জন মোট ৯৮ জন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ- পেয়েছে ২৮ জন, বি গ্রেড পেয়েছে ১৩ জন ও ২ জন শিক্ষার্থী সি গ্রেড পাওয়ার গৌরব অর্জন করেছে৷
খোঁজ নিয়ে জানা যায়, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় বিগত ৭ বছর ধরে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে৷ ঐর্শনীয় ফলাফলের কারণে দূর-দুরান্ত থেকে অভিভাবকগণ তাদের ছেলে/মেয়েদেরকে ভর্তি করতে আগ্রহী হচ্ছেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে৷
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নওশের আলম বলেন, আমাদের ফলাফল ধারাবাহিক ভাবে ভালো হচ্ছে এবং এবছর ফলাফল সন্তোসজনক৷ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাসারের বিশেষ তদারকি, সকল শিক্ষকদের চেষ্টা, শিক্ষার্থীদের প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতায় আমাদের এ সাফল্য অব্যাহত রয়েছে এবং এবছরও মণিরামপুর উপজেলার সেরা স্থান অধিকার করেছি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here