এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ গ্রহন উপলক্ষে কেন্দ্র সচিবদের মতবিনিময়

0
390

বিশেষ প্রতিনিধি : যশোরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্নের প্রস্তুুতি উপলক্ষ্যে সোমবার দুপুরে কেন্দ্র সচিবদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) দেবপ্রসাদ পাল। এ সময় বক্তব্য রাখেন জিলা স্কুলের প্রধান শিক্ষক একে এম গোলাম আযম, পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, মণিরামপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, ঝিকরগাছা সরকারি এম এল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, চৌগাছা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, চৌগাছা হাজী সরদার মোর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, জঙ্গলবাধল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও নিউটাউন বাদশা-ফয়সাল ইন্সটিটিউটের প্রধান শিক্ষক আছাবুল গাজী। এ সময় জেলা ৮১টি কেন্দ্রের কেন্দ্রসচিববৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কেন্দ্র সচিবদের প্রশ্নপত্র খোলা, সেটকোড মিলানো সহ সকল কাজে সচেতন হওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ দায়িত্বে কোন দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় সভায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here