ওআইসি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

0
498

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম দেশগুলোর জোট ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫ তম সম্মেলনে যোগ দিয়েছেন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শনিবার সকাল ১০টায় সম্মেলন শুরু হয়।

সাম্প্রতিক কালে বাংলাদেশে এটাই সবচেয়ে বড় মাপের আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন। ওআইসি’র দুই দিনের এ সম্মেলন রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেওয়া হবে।

জানায়, ৫৬টি ওআইসি সদস্য দেশের মধ্যে ৫২টি দেশের ৬০০ প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’।

বাংলাদেশ ২৫ বছর পর ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের আয়োজন করছে। ১৯৮৩ সালের ডিসেম্বরে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীদের ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here